করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। এই পরিস্থিতিতে এবারে লকডাউন এর পথে হাঁটছে বেশকিছু রাজ্য। অন্যান্য রাজ্যের মত কর্ণাটকেও কিন্তু করোনা ভাইরাসের করাল গ্রাস অব্যাহত। ফলে এবারে করোনাভাইরাস এর চোখ রাঙ্গানিকে উপেক্ষা না করে লকডাউন ঘোষিত করা হলো সারা কর্ণাটক রাজ্যে।
কর্ণাটক সরকার জানিয়ে দিল আগামী ১৪ দিনের জন্য সারা রাজ্যে লকডাউন থাকবে এবং শুধুমাত্র কিছু নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জিনিসের দোকান খোলা রাখতে পারবেন দোকানিরা। মঙ্গলবার রাত্রি ৯টা থেকে ১০ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এই লকডাউনের মাধ্যমে চেন ব্রেক করে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমানোর আশা রাখছে সরকার।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বললেন, এই লকডাউন এর সময় সকাল বেলা ৬ টা থেকে ১০ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। যেই দশটা বেজে যাবে তারপর থেকে সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। পাশাপাশি সমস্ত ধরনের কনস্ট্রাকশন, যেকোনো জিনিস তৈরির ফ্যাক্টরি এবং চাষ জাতীয় সমস্ত ব্যবসা পত্র খোলা রাখা যাবে। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যদি এই লকডাউন করেও পরিস্থিতি ঠিক না হয় তাহলে ভবিষ্যতে এই লকডাউন চালিয়ে যাবে কর্ণাটক।