অন্যান্য রাজ্যের মত মহারাষ্ট্রে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে করোনাভাইরাস। ইতিমধ্যেই মহারাষ্ট্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য লকডাউন ডাকা হয়েছে। ফলে এই মুহূর্তে মহারাষ্ট্রে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমত অবস্থায় যদি লকডাউনে কেউ বাইরে বের হন তাহলে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। তার সাথেই একই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ। জানানো হয়েছে, শুধুমাত্র কড়া ব্যবস্থা নেওয়া নয় পুলিশ তার আধার কার্ড চেক করবে।
বোম্বে হাইকোর্টের অরঙ্গবাদ বেঞ্চের বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি দেব দ্বারের বেঞ্চে জানিয়েছে, যারা মাস্ক ঠিকমতো পরবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ কারণ তারাই হতে চলেছে সুপার স্প্রেডার। এছাড়াও, যদি কোন বাইক আরোহী হেলমেট পড়ে বাইক চালান তাহলেও তাকে কিন্তু মাস্ক পরতেই হবে। যদি কোন জনপ্রতিনিধি এরকম বিধি-নিষেধ ভেঙে থাকেন তাহলে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করবে মহারাষ্ট্র পুলিশ।
সবথেকে বড় ঘোষণাটি হল, এবারে যদি লকডাউন এরমধ্যে কেউ বাইরে বের হয় তাহলে তার আধার কার্ড চেক করবে পুলিশ। যদি তারা আধার কার্ড না দেখাতে পারেন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফ থেকে। তার পাশাপাশি চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে আধার কার্ড। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এই নিয়ম বিধি কার্যকর হবে।