জীবনযাপন

আপনার রক্ত বলে দেবে আপনার মৃত্যু!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : হাতের রেখা বা কপাল দেখাতে অনেকেই তো জ্যোতিষীদের কাছে যান। অনেকে নিজের মৃত্যু সম্বন্ধে জানতেও জ্যোতিষীর কাছে যান। কিন্তু এটা জানেন কি, আপনার ‘মৃত্যু’র জানান দেবে আপনারই রক্ত! আর পাঁচটা রক্তপরীক্ষার মতোই একটা রক্তপরীক্ষা করাতে হবে, আর তাহলেই আপনি জেনে যাবেন আপনার মৃত্যু কবে, কিভাবে আসতে পারে।

সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত একটি জার্নালে বলা হয়েছে, একটি বিশেষ প্রক্রিয়ায় রক্ত পরীক্ষা করালে আপনার আয়ু সম্বন্ধে একটি ধারণা পাওয়া যাবে। রিপোর্টই বলে দেবে, আগামী একদশকের মধ্যে রোগভোগে আপনি মারা যাবেন কি না। মৃত্যুর এই ভবিষ্যদ্বাণী মেলার চান্স ৮৩ শতাংশ ক্ষেত্রেই নির্ভুল। ১৮ থেকে ১০৯ বছর বয়সি মোট ৪৪,১৬৮ জনের উপর চালানো হয় এই পরীক্ষাটি।

শরীরের মেটাবলিজম ও বিপাকের প্রোফাইল বিশ্লেষণ করেই দেওয়া হচ্ছে মৃত্যুর সার্টিফিকেট। ইমিউনিটি কতটা, গ্লুকোজ কন্ট্রোল কতটা, শরীরে কতটা ফ্যাট বা চর্বি জমেছে এমন ১৪ টি ফ্যাক্টর বিশ্লেষণ করেই তৈরি হচ্ছে রিপোর্ট। এই পরীক্ষার আবিষ্কারক জার্মানির বিজ্ঞানীরা বলছেন রক্তের এই প্রোফাইল টেস্ট করিয়ে যদি ধরা পড়ে কারও অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে, আগাম তাঁকে সতর্ক করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেই ব্যক্তি কিছুদিন সময় হাতে পাবেন বলে মত ওই বিজ্ঞানীদের। আগাম চিকিৎসা করাতেও পারবেন বলে মত বিজ্ঞানীদের।

Related Articles

Back to top button