রাজ্যে জারি হল আংশিক লকডাউন! জেনে নিন কী খোলা থাকবে আর কী বন্ধ
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করে দেওয়া হলো আংশিক লকডাউন
আগামীকাল নির্দেশিকা জারি করে অতিমারির সঙ্গে বেনোজির লড়াই শুরু করবে পশ্চিমবঙ্গ। ৮ দফা নির্বাচনের পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছে করোনাভাইরাস এর সঙ্গে। এবারে নতুন নির্দেশিকা জারি করে যুদ্ধ পরিস্থিতিতে করোনাভাইরাস এর সঙ্গে মোকাবিলা শুরু করতে চলেছে রাজ্য সরকার। এটাকে সামগ্রিক লকডাউন বলা চলে না কিন্তু আর্থিক ক্ষতি এড়িয়ে একটা আংশিক লকডাউন জারি করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এই লকডাউনে দেখা যাক কোন কোন পরিষেবা বন্ধ থাকবে এবং কোন কোন পরিষেবা খোলা থাকবে।
প্রথমেই থাকছে রেস্তোরাঁ এবং বারের কথা। এই অংশের লকডাউনে সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে রেস্তোরাঁ এবং বার গুলিকে। এরপর আসছে সুইমিং পুল এবং জিম। আংশিক লকডাউনে সুইমিংপুল এবং জিম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বন্ধ থাকে সিনেমা হল এবং রাজ্যের সমস্ত শপিং মল। এছাড়াও নির্দিষ্ট সময়সীমার মত খোলা থাকবে বাজার দোকান। বাজার খোলা থাকার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল বেলা ৭টা থেকে ১০ টা এবং বিকেলে ৩ টে থেকে ৫ টা। এছাড়াও সমস্ত সামাজিক অনুষ্ঠানে জমায়েত বন্ধ রাখা হয়েছে। তবে স্বস্তির খবর হলো সমস্ত মুদির দোকান এবং ওষুধের দোকান খোলা থাকবে।