Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

সাতসকালে রাজভবনে ‘জাত গোখরো’, তোলপাড় রাজনৈতিক মহল

মহাগুরু মিঠুন চক্রবর্তী আজ রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে বৈঠক করেন

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ ২ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হতে চলেছে। গোটা বঙ্গবাসী এবার অপেক্ষা কোরে আছে যে শেষ পর্যন্ত বাংলার শাসক হবে কারা? মোদি ম্যাজিক বাজিমাত করবে না বাংলার মেয়ে ক্ষমতায় আসবে? এমন টানটান উত্তেজনার সময় আজ শনিবার বিজেপি তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তী সকাল সকাল রাজভবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন। ভোট গণনা ঠিক আগের দিন রাজ্যপালের সাথে মিঠুনের বৈঠক রীতিমতো সরগরম করে তোলে বঙ্গ রাজনীতিকে।

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মিঠুন চক্রবর্তী নিজেই বলেন যে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি আজকের বৈঠকে। এটি শুধুমাত্র সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। যদিওবা রাজভবন থেকে এই প্রসঙ্গে কোনো কথা জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী বেশ কিছুদিন আগে বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির দলে নাম লিখেছিল। বহুদিন জল্পনা চললেও তিনি কোন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হননি। বরং তিনি জেলায় জেলায় গিয়ে জনসভা করে রীতিমতো বিজেপির প্রচারে ঝড় তুলেছিলেন। তার প্রত্যেকটি জনসভায় মানুষের ভিড় থাকতো দেখার মত।

শেষ দফার নির্বাচনে অর্থাৎ অষ্টম দফা নির্বাচনে মিঠুন চক্রবর্তী কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোট দিয়েছিলেন। সকাল সকাল ভোট দানের পর তিনি বলেছিলেন, “এমন শান্তিপূর্ণ ভোট আগে কখনো দেখিনি। সবাই ভাল ভাবে ভোট দিন। ওটা আপনাদের অধিকার।” তবে আজ সকালের রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে মিঠুন চক্রবর্তী কি বিষয়ে আলোচনা করেছে সেই সম্বন্ধে কোন তথ্য এখন অব্দি জানা যায়নি।

Related Articles

Back to top button