নিউজরাজ্য

ভোট গণনা শুরু বাংলায়, বিজেপি প্রার্থী রাজীব-লোকেট এগিয়ে

বাংলার ভোট গণনা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়ে গেছে

Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ইতিমধ্যেই শুরু হয়ে পোস্টাল ব্যালট গণনার কাজ। শেষ পাওয়া খবরে অনুযায়ী পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৪ আসনে। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ৭৮টি আসনে। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে। যদিও, বিশেষজ্ঞদের মতামত পোস্টাল ব্যালটের রেজাল্ট অনেক সময় পরিবর্তিত হয়ে যায় আসল ফল থেকে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন পায়েল সরকারসরকারালা পূর্ব আসন থেকে। হাওড়া ডোমজুড় এ এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। বেহালা দক্ষিণ থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। বালিগঞ্জ থেকে এগিয়ে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। যাদবপুর এগিয়ে রয়েছেন বিজেপির রিঙ্কু নস্কর।

শ্যামপুকুর আসনে এগিয়ে রয়েছেন তৃণমূলের শশী পাঁজা। আলিপুরদুয়ার, ফালাকাটা এবং রঘুনাথগঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতা বন্দর আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। চুঁচুড়া আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে আসানসোল দক্ষিণ আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার তরফ থেকে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। রাসবিহারী আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুব্রত সাহা।

Related Articles

Back to top button