এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেন সোনামনি সাহা, অনেক সময় তাকে সোনা সাহা বলা হয়। ‘মোহর’ ধারাবাহিকের মধ্যে দিয়ে বাংলার দর্শকদের ঘরোয়া মেয়ে হয়ে উঠেছেন। কিন্তু তার জার্নি কি এরকম সহজ সরল ছিল? তিনি কি বিবাহিত নাকি সিঙ্গেল? এটাই কি তার প্রথম ধারাবাহিক ? পুরো ব্যাপারটাই জানতে পারবো পরবর্তী প্যারাগ্রাফে।
সোনামনি মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেন। তখন ২০১৫ সাল, ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে করেন তিনি। দেখতে দেখতে ৬ বছর পর সোনার বিবাহিত জীবনের। কিন্তু এখন তিনি পুরোপুরি সিঙ্গেল। স্বামীর থেকে আলাদা থাকতেন সোনা। এরপর হটাৎ করেই জানান যে তিনি সেপারেশন নিয়েছেন। এখন চুটিয়ে অভিনয় করছেন। প্রসঙ্গত, একবার এক সাক্ষাৎকারে সোনা বলেন যে তার বাবার বাড়ি তো অবশ্যই, বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষ এবং তার বরের সাপোর্ট ছাড়া কাজ করতে পারতেন না।
অভিনেত্রী সোনামনির কথায়, তার ছোড়দা নাকি তার স্বপ্ন কিনতে সাহায্য করেছিল। পুরোনো এক সাক্ষাৎকার থেকে জানা যায় যে পর্দার মোহরের সব কাজে প্রথম থেকে সাপোর্ট করতেন তার ছোড়দা। এমনকি বাবাকে রাজি করিয়েছিল নাকি এই ছোড়দা। তার কথায়, ছোড়দা না থাকলে তিনি এই জায়গায় আসতে পারতেন না। তিনি যখন প্রথম কাজ শুরু করেন তখন তার ছোড়দা বিভিন্ন জায়গায় তার সঙ্গে যেত।
এই ছোড়দা নাকি সোনার বাবাকে বুঝিয়েছেন। এরপর ধীরে ধীরে অভিনেত্রীর বাবা রাজি হন। বিশেষ করে দেবী চৌধুরাণী-তে অভিনয় করা নিয়ে বাবা নাকি খুবই খুশি হয়। অভিনয়ের পাশাপাশি নাচ গানে বেশ পারদর্শী পর্দার মোহর। অবসর সময়ে নেচে গেয়ে জমে থাকতে পছন্দ করেন।
সাইকোলজি অনার্স নিয়ে পড়া এই মেয়ে একটা সময় স্ট্রাগল করেই টলি পাড়ায় প্রবেশ করেন। গ্র্যাজুয়েশনের শেষের দিকে কলকাতায় আসেন। পড়া শেষ করার জন্য তাই প্রথমদিকে কিছুদিন মালদায় যাওয়া-আসা করতেন। এখন সোনামনি দেবী চৌধুরাণী থেকে মোহর। বলিষ্ঠ নারীর ভূমিকায় পর্দা কাঁপাচ্ছেন তিনি।