চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে করোনার প্রকোপ জাঁকিয়ে বসেছে। গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। প্রত্যেকদিন বর্তমানে ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এক কথায় বলতে গেলে দেশজুড়ে বিভীষিকাময় পরিস্থিতি চালু হয়েছে। এই মুহূর্তে গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত নড়ে গেছে। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন লোকাল ট্রেন বাতিল হচ্ছে। তবে এবার লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেন সম্প্রতি বাতিল হবে বলে জানা গেছে।
পূর্ব রেলওয়ে কিছুদিন আগে ১৪ টি ট্রেন বাতিল করেছিল। এরপর সম্প্রতি জানা গিয়েছে যে আরো ১৬ টি ট্রেন বাতিল করছে পূর্ব রেলওয়ে। আগামী ৬ মে অব্দি পূর্ব নির্ধারিত সময়ে ট্রেন চলবে। তারপর ৭ মে থেকে আরো ১৬ টি ট্রেন বাতিল হয়ে যাবে। জানানো হয়েছে যে এই করোনাকালে বেশকিছু ট্রেনে যাত্রী হচ্ছে না। এত কম সংখ্যক যাত্রী নিয়ে যাতায়াত করা সম্ভব না। তাই অনির্দিষ্টকালের জন্য ওই সমস্ত ট্রেন গুলি বাতিল করা হয়েছে। তবে সেই জায়গায় রিসোর্স মালগাড়ি পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে।
এক নজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা:
- 03047, 03048 নম্বর হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস ও 03117 ও 03118 কলকাতা-লালগোলা এক্সপ্রেস
- 03027 ও 03028 নম্বর হাওড়া আজিমগঞ্জ স্পেশ্যাল এক্সপ্রেস
- দুর্গাপুর, ধানবাদ, বোকারো স্টিল সিটি হয়ে রাঁচিগামী 02019 ও 02020 হাওড়া রাঁচি স্পেশ্যাল এক্সপ্রেস
- শিয়ালদহ থেকে রামপুরহাটের মধ্যে চলাচল করা স্পেশ্যাল ট্রেন 03187 ও 03188
- হলদিয়া থেকে আসানসোলের মধ্যে চলা স্পেশ্যাল ট্রেন 03502 ও 03501