নিউজপলিটিক্সরাজ্য

বাংলায় আগুন জ্বলছে, দয়া করে ভোট পরবর্তী হিংসা থামান, অনুরোধ মিঠুনের

ভোট পরবর্তী হিংসা থামানো নিয়ে অনুরোধ করে টুইট করলেন মিঠুন চক্রবর্তী

Advertisement

ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং এই বছর বিজেপির একেবারে ভরাডুবি হয়েছে। তারপরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা নাকি তাদের কর্মীদের পাশে থাকছেন না। আর সেই সুযোগে শুরু হয়ে গিয়েছে ভোট-পরবর্তী হিংসার ঘটনা। একাধিক জায়গায় বহু মানুষ ভোটের পরে হিংসা শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরে টুইট করলেন মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী বললেন, ‘ভোটের পরেও বাংলায় হিংসার আগুন জ্বলছে। দয়া করে এই হিংসা বন্ধ করুন। মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাঁদের পরিবারের কথা ভেবে এই হিংসা বন্ধ করুন।’ ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় বিজেপি এবং টিএমসি সমর্থকদের খুন এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ আসছে।

আজ অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ করতে চলেছেন। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর শপথ এর আগে হেস্টিংস কার্যালয় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ধরনা করতে চলেছেন।

তারা অভিযোগ তুলেছে তাদের ৬ জন কর্মী নাকি মারা গিয়েছেন। তাদের অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল।

Related Articles

Back to top button