তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা
বাংলার মসনদে হ্যাটট্রিক করে মুখ্যমন্ত্রী হলেন বাংলার মেয়ে মমতা ব্যানার্জি
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে কার্যত বিজেপিকে অনেক পিছনে ফেলে ২০০ এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। এবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মসনদে তৃতীয়বারের জন্য বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ অর্থাৎ বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হওয়ার শপথগ্রহণ করবেন। অন্যবার রেড রোডে জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান হলেও চলতি বছরে করোনার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী রাজভবনে সীমিত কিছু অতিথিদের সঙ্গে নিয়ে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেবেন। ঠিক ১০ টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতা। ইতিমধ্যেই তিনি রাজভবনে পৌঁছে গিয়েছেন।
আজকে শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যের জানিয়ে দিয়েছিলেন তার শারীরিক অবস্থার জন্য তিনি উপস্থিত থাকতে পারবেন না। আর আজ এখনও অব্দি সৌরভ গাঙ্গুলী অনুষ্ঠানে উপস্থিত হননি। ইতিমধ্যেই মমতার সাথে রাজভবনে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেব, সুব্রত মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, শতাব্দী রায় প্রমুখরা।
অন্যদিকে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। এই বিষয়ে বঙ্গ রাজনীতিতে সৌজন্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।তবে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে উপস্থিত হয়েছিলেন।ইতিমধ্যেই জাতীয় সংগীতের মাঝে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই শপথ গ্রহণের মাধ্যমে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হলেন। এছাড়া পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকর সকলকে হাতজোড় করে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, মমতা শপথগ্রহণের পাশাপাশি আজ দ্বিতীয় দফায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়।
Mamata Banerjee takes oath as the Chief Minister of #WestBengal for a third consecutive term. She was administered the oath by Governor Jagdeep Dhankhar. pic.twitter.com/IXy05xNZPZ
— ANI (@ANI) May 5, 2021