Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কোন অশান্তি মানব না’, শপথগ্রহণের পর হিংসা নিয়ে হুঁশিয়ারি মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ঠিক সকাল ১০ টা ৪৫ মিনিটে…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ঠিক সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নিয়েছেন। শপথগ্রহণের পর তিনি জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে করোনা মোকাবিলা করার ব্লুপ্রিন্ট তৈরি করার কাজ প্রথম করব। আর দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট-পরবর্তী হিংসায় লাগাম টানা। তিনি স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “হিংসায় জড়ালে কাউকে ছাড়া হবে না।”

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে উপস্থিত থেকে সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজ্যপাল জগদীপ ধনকরের উপস্থিতিতে শপথগ্রহণ করেন। তিনি প্রথমেই বলেছেন যে আমার প্রথম অগ্রাধিকার কোভিডকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য আজ বেলা বারোটায় নবান্নে মিটিং করব। দ্বিতীয় কাজ রাজ্যে হিংসা বন্ধ করা। আমি সবাইকে বলব যে আপনারা শান্ত থাকুন। বাংলা কিন্তু অশান্তি পছন্দ করে না। আজ থেকে আমি আইন-শৃঙ্খলা সামলাবো। যেখানে যাকে দায়িত্ব দেওয়ার আমি ঠিক দেবো। কিন্তু ঝামেলা করলে আমি কাউকে রেয়াত করবো না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তিনি এদিন আরো বলেছেন, “গত তিন মাস পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিছু কিছু রাজনৈতিক দল যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার করেছে। তবে এবার আমি নতুন সেটাপ তৈরি করব। কেউ কারোর প্রতি প্রতিহিংসাপরায়ণ হবেন না।” মমতার পাশাপাশি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছেন।

About Author