কিছুদিন আগে উত্তরপ্রদেশের এক স্কুলে ছাত্রছাত্রীদের নুন ও রুটি খাওয়ানোর অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যার ফলে স্কুলের প্রধান শিক্ষক ও কিছু সরকারি কর্মচারীদের সাসপেন্ড করা হয়েছে। এবার মিড ডে মিল নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গতকাল, সোমবার পূর্ব বর্তমানের প্রশাসনিক বৈঠকে বলেন, পড়ুয়াদের খাওয়া বাবদ যত টাকা দেওয়া হয়, তাতে একটাও ডিম কেনা যায় না। তাই ছদিনে ছয় রকম মেনু রান্না করা সম্ভব নয়। তার চেয়ে পেট ভরে ডাল ও ভাত খাওয়ালে সুবিধা হত পড়ুয়াদের। মিড ডে মিলের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১ টাকা ৬৫ পয়সা দেওয়া হয়। এবং কেন্দ্র সরকারের তরফ থেকে ২ টাকা ৪৮ পয়সা দেওয়া হয়। মমতার এই ডাল-ভাত মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে গোটাদেশ জুড়ে। প্রশ্ন ওঠে, পড়ুয়ারা শুধু ডাল-ভাত কি করে খাবে? কোনোরুপ তরকারি ছাড়া!