বিরোধী দলনেতার পদে কে? মুকুল, শুভেন্দু নাকি দিলীপ ঘনিষ্ঠ? জল্পনা গেরুয়া শিবিরে
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বঙ্গবাসী মমতা ম্যাজিকে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিশাল মার্জিনে জিতিয়ে দিয়েছে। তৃণমূল এবার ২৯৪ আসনের মধ্যে ২১৩ টি আসন পেয়েছেন এবং বিজেপি মাত্র ৭৭ টি আসন পেয়েছে। গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করে তৃতীয়বারের জন্য আগামী ৫ বছর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্যদিকে আজ শুক্রবার বিজেপি তাদের বিজয়ী বিধায়কদের শপথগ্রহণ করিয়েছে বিধানসভায়। কিন্তু এরপর প্রশ্ন উঠছে যে গেরুয়া শিবির থেকে বিরোধী দলনেতার পদে কে প্রাধান্য পাবে? মুকুল রায় না দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী না অন্য কেউ?
দলীয় সূত্রে খবর অনুযায়ী বিরোধী দলনেতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের মত হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন। দলের শীর্ষ নেতারা তাকে জননেতা বলে আখ্যা দিয়েছেন। এছাড়া দলীয় কর্মীদের মধ্যে শুভেন্দুর ব্যক্তিত্ব ও নেতৃত্ব দেয়ার ক্ষমতার আলোচনা চলছে। তবে শুভেন্দুর পাশাপাশি উঠে আসছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নাম। তিনিও শুভেন্দুর মতোই কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিধায়ক হয়েছেন। যেহেতু তিনি অনেকদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে ছিলেন তাই তার সাংগঠনিক অভিজ্ঞতা যে কম নয় তা বলাই বাহুল্য।
অন্যদিকে আরেকদলের মতে বিরোধী দলনেতার পদে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু বা মুকুল কাউকে বসাতে চাইছে না। তিনি চাইছেন সংঘ পরিবার ঘনিষ্ঠ কাউকে বিরোধী দলনেতা করা হোক। কিন্তু বিজেপির বিজয়ী বিধায়কদের মধ্যে পরিষদীয় রাজনীতি করার অভিজ্ঞতা আছে এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রাথমিক আলোচনার পর দলের পক্ষ থেকে শুভেন্দু ও মুকুল এর মধ্যে কাউকে একজন করার কথা হলেও এখন দিলীপ ঘোষ তৃতীয় কাউকে বার করেন নাকি সেটাই দেখার।