করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা বেশ সঙ্কটজনক। করোনার দ্বিতীয় পর্যায়ে রীতিমতো বেহাল সারা ভারতবর্ষ। করোনার এই দ্বিতীয় ঢেউতে ছোট থেকে বড় কেউ রেহাই পায়না। প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ করোনাতে সংক্রামিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চারিদিকে শুধু নানা আর্তনাদ, যন্ত্রণা, বুক ফাটা কান্না, মৃতদেহের স্তূপ, আর সাড়ি সাড়ি গণচিতার আগুন জ্বলে উঠছে।
এই সময় অনেক তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ হাসপাতালের খোঁজ দিচ্ছেন তো কেউ আবার অক্সিজেনের খোঁজ দিচ্ছেন। অতিমারীর এই ভয়ানক পরিস্থিতিতে মানবিকতার নজির গড়লেন অভিনেতা হর্ষবর্ধন রানে। কে এই হর্ষবর্ধন রানে? এনাকে আমরা বলিউডেভ ‘সনম রে’ সিনেমায় ইন্দোরের চরিত্রে দেখেছি। সিনেমাটি বক্স অফিসে হিট না হলে অভিনেতার অভিনয় সকলের মনে গেঁথে আছে। তবে বলিউডে হর্ষবর্ধনের বয়স বেশি নয়। একটি সিনেমার পর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি তবে দক্ষিণী সিনেমাতে অভিনেতা বিপুল জনপ্রিয়তা পেয়েছেন।
তবে এই মহামারি পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যে নিজের প্রিয় জিনিসকে হারাতে রাজি এই অভিনেতা। নিজের সবচেয়ে প্রিয় বাইক বিক্রি করে সেই টাকায় অক্সিজেন কনসেন্ট্রেটর রোগীদের কাছে পৌঁছে দিতে চান অভিনেতা হর্ষবর্ধন। অতিমারীর দ্বিতীয় পর্বে দেশের একাধিক রাজ্যে অক্সিজেন সিলিন্ডারের অভাব আমাদের চোখে পড়েছে। অনেকেই দামে অক্সিজেন সিলিন্ডার কেনার সামর্থ নেই এর জন্য বহু করোনা রোগী চিকিৎসার অভাবে মৃত্যবরণ করছে। তাই এইসময় অভিনেতা এই মানুষদের সাহায্য করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয় হলুদ বাইকটি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিলেন। বাইকের সঙ্গে নিজের কিছু ছবিও শেয়ার করেছিলেন। ফল ও পেয়েছেন। ইতিমধ্যে বাইক বিক্রির টাকায় হর্ষবর্ধন এখন ‘অক্সিজেন কনসেন্ট্রেটর’ কিনে অসহায় মানুষদের সাহায্য করছেন। ইতিমধ্যেই ৩টি অক্সিজেন কনসেন্ট্রেটর হায়দরাবাদে পাঠিয়েছেন অভিনেতা। আরও কিছু কনসেন্ট্রেটর কিনতে পারেন। অবশ্য এই কথা জানিয়ে নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতার এই উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেতার এই উদারতায় খুশি সকলে।