লাগামছাড়া করোনা সংক্রমণ বাংলায়! ভক্তদের জন্য বন্ধ হচ্ছে তারকেশ্বর মন্দির
বেশ কিছুদিন আগে থাকতে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকলেও এবার মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে
করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল বাংলাও। অন্যান্য রাজ্যের মত প্রায় প্রতিদিন এই রাজ্যে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় বাংলায় দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি স্পর্শ করেছে ও মৃতের সংখ্যা সেঞ্চুরি ছড়িয়েছে।
এই ভয়াবহ পরিস্থিতির মাঝে হুগলি জেলা বিখ্যাত তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে। কিছুদিন আগে থাকতেই মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্ত দেখে মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কাল অর্থাৎ রবিবার থেকে তারকেশ্বর মন্দিরের কোন ভক্ত ঢুকতে পারবে না। তবে নিয়ম মেনে মন্দিরে পুজো হবে। পুজো বন্ধ হবে না। মন্দিরের পুরোহিতরা কোভিড বিধি মেনে মন্দিরের ভেতর প্রবেশ করে পুজো সারবেন। তবে ভক্তদের মন্দিরে প্রবেশের বিধি-নিষেধ কতদিন আমল থাকবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে প্রথম বন্ধ হয়েছিল তারকেশ্বর মন্দির। তারপর শর্তসাপেক্ষে জুন মাসে আবার ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে সেপ্টেম্বর মাসে ফের মন্দির বন্ধ হয়। তারপর বছরের শেষের দিক থেকে সংক্রমনের মাত্রা অনেকটা কমলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হয়। কিন্তু মে মাসের শুরুর দিকে ফের সংক্রমণ রুখতে মন্দির বন্ধ করতে হল।