দেশনিউজ

কবে শেষ হবে করোনার দ্বিতীয় ঢেউ? আনুমানিক সময় জানাল বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন মোটামুটি জুন মাসের শেষ নাগাদ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর প্রভাব একেবারে কমে যাবে।

Advertisement

করোনা ভাইরাস এখন ভারতের ক্ষেত্রে অত্যন্ত জ্বলন্ত একটি ইস্যু হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন লাখো লাখো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং বহু মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন এই ভাইরাসের জন্য। করোনা দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন মৃতের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,০১,০৭৮। মারা গেছেন ৪,১৮৭ জন।

সবার কাছে এখন একটাই প্রশ্ন, এই দ্বিতীয় ঢেউটা শেষ হবে কবে? প্রথমদিকে করোনা সংক্রান্ত পরামর্শ দেবার জন্য যে টিম প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী গঠিত করেছিলেন তারা জানিয়েছিল মে মাসের ৭ তারিখের মধ্যে এই করোনা পরিস্থিতি কমতে শুরু করবে।

কিন্তু বর্তমানের পরিস্থিতি দেখে একদমই তা মনে হচ্ছে না, বরং মনে করা হচ্ছে, প্রতিদিন আরো বৃদ্ধি পাবে এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে সমস্ত সম্ভাবনা প্রায় বিপন্ন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মে মাসের মাঝামাঝি নাগাদ হয়তো করোনাভাইরাস এর আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ মাত্রা ছুয়ে ফেলবে। তারপর থেকে আস্তে আস্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে থাকবে বলে ধারণা বিজ্ঞানীদের।

তবে, সম্প্রতি হায়দ্রাবাদের আইআইটি প্রফেসর জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে। ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা ভালো হবে। পাশাপাশি কানপুর আইআইটি প্রফেসর মনিন্দ্র আগারওয়াল এর গাণিতিক মডেল এর কথা উল্লেখ করে বলেছেন, জুন মাসের শেষ দিকে ২০ হাজারে গিয়ে দাঁড়াবে এই করোনা আক্রান্তের সংখ্যা। তবে বিশেষজ্ঞদের আবার চিন্তার কারণ, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। বিজ্ঞানীরা বলছেন, এই তৃতীয় ঢেউটি নাকি আরো ভয়ানক হতে চলেছে।

Related Articles

Back to top button