সুরজিৎ দাস : অ্যাসেজ শেষ হতে না হতেই ট্যুইটারের যুদ্ধে জড়িয়ে পরলেন অস্ট্রেলীয় কিংবদন্তী শেন ওয়ার্ন ও প্রাক্তন ইংলিশ ব্যাটসম্যান ম্যাট প্রায়র। ঘটনার সূত্রপাত হয় ২০১৭ সালের অ্যাসেজ চলাকালীন তখন অস্ট্রেলিয়ান স্পিনার নাথায় লায়ন মন্তব্য করেছিলেন কয়েকজন ইংলিশ ক্রিকেটার এর ক্রিকেট জীবন শেষ করে দিতে চান তিনি। সেই সময় তেমন একটা বিতর্ক না হলেও সদ্য সমাপ্ত অ্যাসেজে অস্ট্রেলিয়ার হারের পরেই ম্যাট প্রায়র ট্যুইট করলেন ‘নাথান তুমি এবার থেকে ভালো করে ঘুমিয়ো’ এই ট্যুইট টির সমর্থন করেন অপর ইংলিশ ক্রিকেটার ক্রিস অ্যাডামস। প্রসঙ্গত উল্লেখ্য ম্যাচের শেষ লগ্নে সহজ রান আউটের সুযোগ মিস করেন লায়ন যার ফলে ইংল্যান্ড জিতে যায় ম্যাচটি। এর ঠিক পরেই শেন ওয়ার্ন ট্যুইট করে জানান ‘নাথান লায়ন আগের বার প্রায়র কে শেষ করে দিয়েছিলো বলে প্রায়র এখন এরূপ মন্তব্য করছে’। এরপরে ওয়ার্নের পাল্টা প্রায়র বলেন ‘নাথান প্রথম কথা শুনিয়েছিলো তাই তাকে তো এখন এসব গিলতেই হবে’। ট্যুইট যুদ্ধের মাঝেই ইংল্যান্ড জুড়ে রাতারাতি হিরো হয়ে উঠেছেন দুই স্বপ্ন এর নায়ক বেন স্টোকস ও লিচ। অনেকে আবার স্টোকসকে ‘নাইটহুড’ দেওয়ারও দাবী জানিয়েছেন।