মধ্যবিত্তদের মুখে চরম হাসি! সস্তা হল সোনা ও রূপার দাম
বিশেষজ্ঞের ধারণা এই দাম আবার বৃদ্ধি পেতে শুরু করবে এই বছরের মাঝামাঝি বা শেষ দিক থেকে
করোনাভাইরাসের সময় কালে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল সোনার দাম। গত বছরের আগস্ট মাসে মোটামুটি ৫৬,০০০ এর গণ্ডি অতিক্রম করেছিল এই সোনালী ধাতুর দাম। কিন্তু তারপর থেকে পড়তে শুরু করেছে সোনার দাম ভারতে। বর্তমানে এমসিএক্স সূচকে মঙ্গলবার ১০ গ্রাম গোল্ড ফিউচারস এর দাম ২৪ টাকা কমে দাঁড়িয়েছে ৪৭,৯২৭ টাকায়।
অন্যদিকে সিলভারের দাম প্রতি কিলোগ্রামে ১৭১ টাকা কমে হয়েছে ৭১,৩৭৩ টাকা। মধ্যবর্তী সময়ে এক কেজি রুপোর দাম মোটামুটি ৭৫,০০০ থেকে ৭৬,০০০ এর কাছাকাছি পৌঁছানোর কথা। এই দাম বছরের শেষের দিকে আবার ৮৫,০০০ এর কাছাকাছি যেতে পারে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সোনার ক্ষেত্রে ১০ গ্রাম সোনার দাম ছিল গত সেশনে ৪৭,৯৫১ টাকা। সেই দাম এখন রেকর্ডের থেকে ৮,০০০ টাকা কমে বিকোচ্ছে। চলতি বছরের শুরুর দিকে এই ধাতুর দাম মোটামুটি ৫০,০০০ এর কাছাকাছি ছিল। তারপর থেকে এখন এই দাম নামতে শুরু করছে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্যবর্তী সময়ে এই দাম ৫২,০০০ টাকা অবধি যেতে পারে। আর বছরের শেষের দিকে এই দাম মোটামুটি ৬০,০০০ এর কাছাকছি যেতেই পারে ভরি পিছু। বিশ্ব বাজারেও সোনার দামের একই অবস্থা। আজকে বিশ্ব বাজারে এই এক আউন্স সোনার দাম (স্পট গোল্ড) দাঁড়িয়েছে ১,৮৩৬ ডলার।