বুধবার সকালে আম্বোলিতে তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-এর গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে করে মুম্বই থেকে কোলহাপুর হয়ে গোয়ার দিকে যাচ্ছিলেন ক্রিকেটার, সাথে ছিল কিছু বন্ধু-বান্ধব। পুলিশ তাঁর গাড়ি আটকে অনুমতি পত্র দেখাতে বললে তা দেখাতে পারেননি পৃথ্বী।
মহারাষ্ট্র সরকার মহামারীর দ্বিতীয় তরঙ্গটি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় ভ্রমণের জন্য একটি পাস পাওয়া বাধ্যতামূলক করেছে। সেটি ছিল না পৃথ্বীর কাছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আম্বোলিতে পুলিশ তাকে থামানোর পর নেটমাধ্যমে অনুমতি পত্রের জন্য আবেদন করেন পৃথ্বী। ১ ঘণ্টার মধ্যে পাস পেয়ে যান তিনি। পরে তাকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং গোয়ার উদ্দেশে রওনা হয়ে যান পৃথ্বী।
কোভিড ১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ স্থগিত হওয়ার পর শ তার শহর মুম্বাইতে ফিরে আসেন। ইংল্যান্ড সফরেও দলে রাখা হয়নি তাঁকে। এদিকে শ্রীলঙ্কা সফরও অনিশ্চিত। এরই মধ্যে হাওয়া বদল করতে বেরিয়ে পড়েছেন পৃথ্বী, যা মোটেই ভালো চোখে দেখছেন না সমর্থকরা।