এর আগে পরকীয়া নিয়ে মুখ খুলেছিলেন তিনি। খোলা মঞ্চ থেকে পরকীয়ার সমর্থনে এগিয়ে এসেছিলেন। ঘোষণা করেছিলেন পরকীয়া কিছু অন্যায় নয়। লাভ ম্যারেজের ক্ষেত্রে বজরং দলের বিরোধিতাকে আমল না দিয়ে বিবাহিত মহিলাদের প্রেম করার পরামর্শ দিয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘লিবারেল’ হিসেবে ঘোষণা করেছিলেন সেই সময়। বিরোধী দলের কটাক্ষের মুখে পড়েও নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি।
এবার আবার মুখ খুললেন প্রেম নিয়ে। হাসিখুশি, আনন্দে মেতে থাকতে প্রেম করার পরামর্শ দিলেন। সোমবার বিশ্ব বন্দিত মাদার টেরেজার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন বাংলার মূখ্যমন্ত্রী। সেখানে তিনি এ কথা লেখেন। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমাদের সকলের মুখে সবসময় হাসি বজায় রাখা উচিত। একে অপরের সাথে হাসিমুখে কথা বলা উচিত। প্রেমের শুরুটাও হয় হাসি দিয়েই।’ তাঁর এই বক্তব্যের পর সমালোচনায় সরব হন রাজনৈতিক মহল। তবে তিনি সে সবে পাত্তা দিতে নারাজ। বরাবরের মতো এবারও তিনি সমালোচকদের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দেন তিনি পাল্টাননি।