টেক বার্তা

চাঁদের কাছে যাবেন? আগামী ২৬ মে ‘সুপার মুন’ দেখার বন্দোবস্ত করেছে কোয়ান্টাস এয়ারলাইন্স

কোয়ান্টাস এয়ারলাইন্সের হাত ধরে ২৬ মে দেখে নিন সুপার মুন, জানুন খরচ

Advertisement

২০২১ সালের চন্দ্র গ্রহণ দেখা যেতে চলেছে আগামী ২৬ এ মে। এই ‘টোটাল লুনার ইক্লিপস’ এর দিনই চাঁদকে দেখা যাবে সুপার মুন আকারে। অনেকে আবার এটিকে ‘ব্লাড মুন’ ও বলে থাকে। এইদিন চাঁদকে দেখা যাবে সাধারণের থেকে অনেকটা বড় আকারে। গ্রহণ চলাকালীন অবস্থায় লালচে কমলা চাঁদ দেখা যাবে বলেও জানা গিয়েছে।এই দৃশ্য নিজের চোখে দেখার ব্যবস্থা করেছে কোয়ান্টাস এয়ারলাইন্স। তবে খুবই স্বল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে এই সুযোগ। এর মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকি ওয়েটিং লিস্ট ও বন্ধ হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে এই বিমান উড়বে তার যাত্রীদের নিয়ে। সেই সমস্ত যাত্রীরাই সুযোগ পাবেন রেড মুন বা সুপার মুন দেখার। আড়াই ঘণ্টা ধরে উড়তে চলেছে বিমান। যাত্রীদের কেবল সুপার মুন দেখানো হবে তাই নয়, তাদের জন্য থাকছে ‘কসমিক ককটেল’ এবং ‘সুপার মুন কেক’-এর ব্যবস্থাও। সিডনি থেকে যাত্রা শুরু করে বিমান উড়ে যাবে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়তে চলেছে এই বিমান।

বলা বাহুল্য, এই বিমানের ইকোনমি সিটের ভাড়া ভারতীয় হিসেবে প্রায় ২৮,৩০০ টাকা বলা চলে। অন্যদিকে বিজনেস ক্লাসের টিকিটের দাম রাখা হয়েছে ৮৫,৫০০ টাকার আশেপাশে। প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীদের টিকিটের দাম রাখা হয়েছে ভারতীয় হিসেবে ৫১,০০০ টাকার আশেপাশে। কেবল কেক এবং ককটেল নয়, বিমানে থাকবে বিশেষজ্ঞের ব্যবস্থাও। এর সাথে থাকছে যাত্রীদের জন্য বিশেষ উপহার এবং গিফট ব্যাক।

Related Articles

Back to top button