এইবছর সদ্য মা হয়েছেন বলিউডের অন্যতম মিষ্টি অভিনেত্রী অনুষ্কা শর্মা। মেয়েকে আদর করে ডাকেন ভামিকা। মেয়েকে এখন থেকেই ক্যামেরার আড়ালে মানুষ করছেন। স্টারকিড নয় অন্যান্য ৫ জন শিশুর মতো মানুষ করতে চান অভিনেত্রী। এছাড়া অনুষ্কার নিজের একটি প্রযোজনা সংস্থা আছে যার নাম ‘ক্লিন স্লেট ফিল্মস’। অভিনেত্রী এখন অভিনয়, প্রযোজনা, সংসার, মেয়ে ভামিকা সবই নিজের দক্ষ হাতে সামলাচ্ছেন অভিনেত্রী। আর বিরাটের সাথেও কোয়ালিটি সময় অতিবাহিত করেছেন
এত কাজ করার পাশাপাশি অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয়। সম্প্রতি অভিনেত্রী একটি সাহায্যকারী নম্বর শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। এই নম্বর বিশেষ কিছু ব্যক্তিদের জন্য। যে সব মহিলারা প্রত্যাশি মা বা গর্ভবতী তাদের উদ্দেশ্যেই এই নম্বর ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। করোনা মহামারিতে অন্যানদের মতো হবু মা তার সন্তানের জন্য চিন্তায় দিন গুণছে।তাই ২৪ ঘন্টা সেই নম্বরে সহায়তা পাবেন হবু মায়েরা। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল-৯৩৫৪৯৫৪২২৪, এটি। এই করোনা পরিস্থিতিতে যেকোন রকম মেডিক্যাল সাহায্যের প্রয়োজন হলে তাদের যোগাযোগ করতে বলেছেন ওই নম্বরে।
‘ন্যাশনাল কমিশন ফর ওমেন’ এর তরফ থেকে ‘হ্যাপি টু হেল্প’ নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে গর্ভবতী মায়েদের জন্যে। এই মহামারীর সময় যাতে গর্ভবতী মহিলারা দ্রুত নিজেদের চিকিৎসার পরিষেবা পান তার জন্যে যোগাযোগ করতে পারেন, সেই উদ্দেশেই ‘ন্যাশনাল কমিশন ফর ওমেন’ এই উদ্যোগ গ্রহণ করেছেন। সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাই এখন গর্ভবতী মহিলাদের মনের অবস্থা তিনি দিব্যি বুঝতে পেরেছেন। তাই ‘ন্যাশনাল কমিশন ফর ওমেন’ এর উদ্যোগের পোস্টার সহ যাবতীয় তথ্য নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন অভিনেত্রীন।
অনুষ্কা শুধু গর্ভবতী মায়েদের সাহায্য করেননি। একই ভাবে স্বামী বিরাটের সঙ্গে মিলে করোনা মোকাবিলায় আরো একটি উদ্যোগ নিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে করোনা যুদ্ধে একটি কোভিড তহবিল গঠন করেছেন। এই উদ্যোগের নাম দিয়েছেন ‘ইন দিস টুগেদার’। এই তহবিলে তাঁরা ২কোটি টাকা অনুদান সাথে ৭ কোটি টাকা সংগ্রহের জন্য সকল অনুগামীদের কাছে সাহায্য চান। আর এই জুটি র কথামতো বহু মানুষ টাকা দিয়ে সাহায্য করেছেন। ইতিমধ্যে ৭ কোটির টাকা নয় তা ছাড়িয়ে ১১ কোটিতে পৌঁছে গিয়েছে এই তহবিল। সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram