টলিউডবিনোদন

শেষ রক্ষা হল না! মাতৃবিয়োগ হলেন অরিজিৎ সিং, শোকের ছায়া গায়কের পরিবারে

Advertisement

মাতৃহারা হলেন বলিউড তথা টলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। প্রথমে কোভিডে আক্রান্ত হয়েছিলেন গায়কের মা অদিতি সিং। মাকে চিকিৎসার জন্য প্রথমে জিয়াগঞ্জ থেকে বহরমপুর মাতৃসদনে আসেন। সেখানে অবস্থার অবনতি হতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রাত ১১টার সময়ে হাসপাতালেই প্রয়াত হন। মৃত্যুকালে অদিতি দেবীর বয়স হয়েছিল ৫৭ বছর।

১৭ মে অদিতি দেবীর করোনা রিপোর্ট নেগেটিভ হয়। হাসপাতাল সূত্রে খবর, একমো সাপোর্টে চিকিৎসা চলছিল গায়কের মায়ের। তবে তাঁর ধীরে একে একে সব অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। সাথে চলছিল ডায়ালিসিস। একসাথে তিনি এত ধকল নিতে পারেননি। এর মাঝেই গতকাল রাতে টানা ২১ দিনের লড়াই থমকে যায়। ব্রেন স্ট্রোক হয়েই মারা যান। মায়ের চিকিৎসায় কোনো খামতি রাখেননি অরিজিৎ। করোনাকে হারিয়ে তবু অদিতি দেবী নিজের ছেলের কাছে ফিরতে পারেননি।

মে মাসের গোড়ার দিকে সোশ্যাল মিডিয়াতে এক স্বেচ্ছাসেবী সংস্থার পোস্টের মাধ্যমে এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজনে পোস্ট করেছিলেন। সেই পোস্টটি আবার শেয়ার করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রক্ত জোগাড় করা হয়েছিল। পরে জানা যায়, অরিজিৎ সিংয়ের মায়ের জন্যই রক্তের সন্ধান চলেছিল।

অরিজিত নিজের মা অদিতি দেবীর কাছে গান আর তবলার তালিম নিয়েছিলেন। মাকে হারিয়ে শোকাস্তব্ধ অরিজিৎ। সিং পরিবারে এখন শোকের ছায়া। অরিজিৎ তাঁর মায়ের শেষ কৃত্যের জন্য আজ ভোরবেলা মুর্শিদাবাদে রওনা হয়েছেন।

Related Articles

Back to top button