করোনা ভাইরাসের কারণে কার্যত বিপর্যস্ত রেল পরিষেবা। এই অবস্থায় বিগত কয়েকদিন ধরে দূরপাল্লার ট্রেন পরিষেবা একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীর অভাবে দূরপাল্লার ট্রেন চালানোর খরচ উঠছিল না। এবারের নতুন করে ভারতীয় রেলওয়ে আরও দশটি দূরপাল্লার ট্রেন বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেগুলোতে পর্যাপ্ত যাত্রী না থাকার কারণে এই ট্রেন চালিয়ে কোন লাভ হচ্ছে না।
তিনি আরো জানিয়েছেন ওই সমস্ত ট্রেন বাতিল হলেও নির্দিষ্ট রুটে অন্যান্য ট্রেন রয়েছে যেগুলি স্বাভাবিকভাবে গন্তব্যস্থলে পৌঁছতে এবং যাত্রী পরিবহনের সাহায্য করবে। যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হবে ততো তাড়াতাড়ি আবার নতুন করে ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হবে পূর্ব রেলওয়ে তরফ থেকে। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই রেলওয়ে পরিষেবা।
দেশজুড়ে করোনার প্রথম ধাক্কা সামলানোর পরে দ্বিতীয় ধাক্কা যখন আসে তখন বাধ্য হয়ে রেল পরিষেবা বন্ধ করে দিতে হয় পূর্ব রেলওয়ে কে। প্রথম ধাক্কা যখন এসেছিল তখন বেশ কিছুদিন ধরে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ঠিক একইভাবে শুরু হয়েছে রেল বন্ধের পালা।
আপাতত পূর্ব রেলওয়ে তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছে ১০টি দূরপাল্লার ট্রেন করে দেওয়া হয়েছে বাতিল। এর মধ্যে রয়েছে হাওড়া মালদা টাউন স্পেশাল, হাওড়া আজিমগঞ্জ স্পেশাল, কলকাতা লালগোলা স্পেশাল, হাওড়া মালদা টাউন স্পেশাল, কলকাতা রাধিকাপুর স্পেশাল, কলকাতা বালুরঘাট স্পেশাল, হাওড়া মুজাফফরপুর স্পেশাল, হাওড়া ধানবাদ স্পেশাল, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার স্পেশাল, রাঁচি দেওঘর স্পেশাল। এই সমস্ত ট্রেনের আপ এবং ডাউন দুটি লাইনই বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নতুন করে চালু হবে এই সমস্ত ট্রেন পরিষেবা।