Covid-19 Vaccine : ‘ভ্যাকসিন শেষ, বন্ধ ১৮ ঊর্ধ্বের টিকাকরণ’, মোদিকে চিঠি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে নাজেহাল গোটা দেশবাসী। এই মুহূর্তে দেশজুড়ে চলছে টিকাকরণ ব্যবস্থা। মারণ রোগের দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় এই টিকাকরণ। বেশকিছু রাজ্যে তৃতীয় পর্যায়ের টিকাকরণ ব্যবস্থা…

Avatar

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে নাজেহাল গোটা দেশবাসী। এই মুহূর্তে দেশজুড়ে চলছে টিকাকরণ ব্যবস্থা। মারণ রোগের দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় এই টিকাকরণ। বেশকিছু রাজ্যে তৃতীয় পর্যায়ের টিকাকরণ ব্যবস্থা চলছিল। কিন্তু দেশজুড়ে টিকাকরণ এর মাঝেই একাধিক রাজ্যে টিকার ঘাটতি দেখা গিয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার জেরে আজ শনিবার সকাল থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে জানিয়েছেন, “ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। দিল্লির ৮০ লাখ ভ্যাকসিন প্রয়োজন যাতে আগামী ৩ মাসে সবাইকে ভ্যাকসিন দেওয়া যায়। কিন্তু মে মাস পর্যন্ত আমরা মাত্র ১৬ লাখ ভ্যাকসিন পেয়েছি। জুন মাসে আমরা মাত্র আর ৮ লাখ ভ্যাকসিন পাবো। এই গতিতে যদি ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলে তাহলে সব প্রাপ্তবয়স্কদের টিকাকরণের কাজ শেষ হতে ৩০ মাস সময় লেগে যাবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে কেন্দ্র এবং দিল্লি সরকারের মধ্যে টিকার চাহিদা নিয়ে দ্বন্দ্ব চলছে। একদিকে দিল্লি সরকার দাবি করছে যে কেন্দ্র সরকার তাদের সময়মতো ভ্যাকসিন ডোজ পাঠাচ্ছে না। অন্যদিকে কেন্দ্র দাবি করেছে দিল্লি সরকার নির্দিষ্ট করে জানাতে ব্যর্থ হয়েছে যে তাদের কত ভ্যাকসিন প্রয়োজন। যদিও কেন্দ্রের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি বলেছেন যে কেন্দ্র সরকার ও বিজেপি মিথ্যা কথা বলছে।