টেক বার্তা

কী করে সুরক্ষিত রাখবেন আপনার আধার কার্ড? জেনে নিন সহজ উপায়

Aadhar কার্ড সুরক্ষিত রাখার সহজ উপায় জেনে নিন

Advertisement

এখন প্রায় বেশিরভাগ পরিষেবার ক্ষেত্রেই প্রয়োজন হয় Aadhaar Card এর। এমনকী বাংলার সরকার হোক কিংবা কেন্দ্র সরকার, বেশির ভাগ প্রকল্পের সুবিধা নিতে হলে প্রয়োজন হবে Aadhaar কার্ডের। তার সাথে আবার এখন টিকাকরণের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে Aadhaar নম্বর। এইবার প্রশ্ন চলেই আসে যে কী করে সুরক্ষিত রাখা যায় নিজের Aadhaar কার্ড। আপনার Aadhaar নম্বর সুরক্ষিত রাখার জন্য নতুন লক এবং আনলক ফিচার নিয়ে এসেছে UIDAI। তবে তার আগে জানা প্রয়োজন আপনার Aadhaar Card সুরক্ষিত কিনা। কীভাবে জানবেন?

প্রথমে যান UIDAI এর সাইটে। লিঙ্ক- https://resident.uidai.gov.in/notification-aadhar
নির্দিষ্ট স্থানে ১২ অঙ্কের Aadhaar নম্বর। ক্যাপচা লিখুন। এই বার OTP Generate এর বিকল্পে ক্লিক করুন।
এর পর ফোন দেখে OTP টা দিন।
সাথে সাথে খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে অথেন্টিকেশন টাইপ , নম্বার অফ রেকর্ড এবং OTP আরও একবার দিন।

ড্রপ ডাউন একটি মেনু খুলে যাবে। সেখান থেকে All বিকল্পে ক্লিক করুন। সাবমিট করুন। এর পরে পেয়ে যাবেন সমস্ত হিস্ট্রি।
অথেন্টিকেশানের জন্য আবারও OTP এর রিকুয়েস্ট।
আপনার আধার কার্ড করে, কোথায় ব্যবহৃত হয়েছে। পেয়ে যাবেন এই সব।
আপনার অজানা কোনও স্থানে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি থাকলে অবশ্যই UIDAI এর সাইটে অভিযোগ দায়ের করুন।

লক করবেন কী করে?

UID লক করার জন্য প্রথমেই আপনার একটি ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি দরকার হবে। আপনার কাছে না থাকলে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে তা জেনারেট করতে পারবেন। তার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে GVID টাইপ করে UID র শেষের ৪ ডিজিট সহ sms করত হবে ১৯৪৭ নম্বরে। এইবার পোর্টলে গিয়ে লক আনলক বিকল্পটি সিলেক্ট করতে হবে। সেখানে গিয়ে একটি বিকল্প থাকবে UID lock। সেখানে ক্লিক করে নিজের সম্পর্কে সমস্ত তথ্য দিতে হবে এবং OTP আসবে আপনার নম্বরে। সেটি দিলেই লক হয়ে যাবে আপনার Aadhar -র তথ্য।

Related Articles

Back to top button