জীবনযাপন

টাক মাথার পুরুষরা অধিক আকর্ষণীয় ও সফল হয়, শুনে অবাক লাগলেও এটাই সত্যি!

Advertisement

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে যেসব পুরুষদের মাথায় টাক থাকে তারা অন্যদের তুলনায় অধিক আকর্ষণীয় ও সফল হয়ে থাকেন। এটি টাক মাথার লোকেদের পক্ষে একটি আনন্দের খবর। সুতরাং টাকে নতুন চুল গজানোর নানা বিজ্ঞাপনের অবসান হতে চলেছে।

টাইমস অফ ইন্ডিয়া নামে এক সাম্প্রতিক প্রতিবেদনে টাক মাথার লোকেদের সফল হওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলি হল–

আপনি কি জানেন জেসন স্ট্যাথাম ও জেফ বেজোস এর মত ব্যক্তিদের মধ্যে কোথায় মিল আছে?? তারা দুজনেই সফল ব্যক্তি । স্স্ট্যাথাম হলেন হলিউডের সুপারস্টার। আর বেজোস হলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। এগুলো ছাড়াও এদের মধ্যে কিছু মিল আছে, সেটি হলো তাদের দুজনেরই টাকমাথা বর্তমান। হয়তো তারা অনুভব করতে পেরেছিলেন যে অল্প চুল কোনভাবে পুরুষের ক্ষেত্রে সংকটের প্রতীক হয়না ।

ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া দ্বারা পরিচালিত একটি গবেষণায় বলা হয়েছে যেসব পুরুষদের মাথায় টাক আছে তারা অন্যদের তুলনায় বেশি শক্তিশালী বা সফল ।
অ্যালবাম নামের এক বিজ্ঞানী ও টাকমাথার অধিকারী ছিলেন। তিনি সাধারণ মানুষকে টাকমাথার লোকেদের ছবি দেখাতেন এবং দেখানোর পর তাদের প্রতিক্রিয়া কি হতো সেটি রেকর্ড করতেন। যারা তার এই পরীক্ষায় অংশগ্রহণ করতেন তাদেরকে একটি মানুষের দু’রকমের ছবি প্রদর্শিত করা হতো। একটি ছবিতে ব্যক্তির মাথা ভর্তি চুল থাকতো ও আরেকটি ছবিতে চুল থাকতো না। অংশগ্রহণকারীর বেশিরভাগ ব্যাক্তি টাক মাথার ছবিটির প্রতি বেশি আকর্ষিত হতেন।

ইউনিভার্সিটি অফ সারল্যান্ডের মনোবিজ্ঞানী রোনাল্ড গবেষণা করে বলেছেন যাদের মাথায় টাক থাকে তারা বেশি বুদ্ধিমান হয়। এবং জ্ঞানের দিক থেকেও তারা অধিক জ্ঞানী।

আর একটি গবেষণায় জানা গেছে যে অল্প টাক মাথার লোকেদের থেকে অধিক টাক মাথার লোকেরা বেশি আকর্ষণীয় হয়।

আপনার কোন প্রিয় মানুষের মাথায় চুল ঝরতে থাকলে তাকে নিয়ে মজা করবেন না ।বরং তাকে ভরসা দিন ।পৃথিবীতে অনেক টাক মাথার মানুষ রয়েছে এবং তারা অন্যদের তুলনায় অধিক মেধাবী ও হয়।

Related Articles

Back to top button