Nexzu-এর নতুন ইলেকট্রিক সাইকেল, এক চার্জে চলবে ১০০ কিমির বেশি
Nexzu মোবিলিটির পক্ষ থেকে আনা হয়েছে Readlark Cargo সাইকেল, চলবে এক চার্জে ১০০ কিমির বেশি
জনপ্রিয় ইলেকট্রিক বাহক নির্মাতা কোম্পানি Nexzu Mobility এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে তাদের নতুন ইলেকট্রিক বাইকসাইকেল। সাইকেলটির নাম রাখা হয়েছে Roadlark Cargo। এই বাইসাইকেলটির দাম রাখা হয়েছে ৪২ হাজার টাকা। কোম্পানির তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে কাস্টোমাইজ বিকল্প ও উপলব্ধ করা হয়েছে।
Nexzu Mobility এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ইলেকট্রিক সাইকেলের পক্ষ থেকে সাইলেকের সবচেয়ে বেশি স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে জানা গিয়েছে যে এই সাইকেলে কোম্পানির পক্ষ থেকে ডুয়াল ব্যাটারি দেওয়া হয়েছে। তার মধ্যে একটিকে রিমুভ করা সম্ভব। দুটি ব্যাটারি ২ থেকে ৪ ঘণ্টা চার্জ করা সম্ভব। দুটি ব্যাটারির ক্ষমতা যথাক্রমে ৫.২ Ah এবং ৮.৭ Ah। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একটি সাধারণ সাইকেলের মতো এটিতে ও রয়েছে চার্জিং এর ব্যবস্থা।
এছাড়া ও কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে যে এই সাইকেল ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। অর্থাৎ গ্রাহক একবার চার্জ দিলে ১০০ কিমি পর্যন্ত যেতে পারবেন। অন্যদিকে প্যাডেলের মাধ্যমেও এই সাইকেলকে চালানো সম্ভব বলেও জানিয়েছে কোম্পানি। Nexzu Mobility এর এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে দুটি রাইডিং মোড। একটি হল Pedlec এবং অপরটি হল Throttle। Pedlec এর ক্ষেত্রে গ্রাহক সাইকেলটিকে ১০০ কিমি পর্যন্ত চালাতে পারবেন একবার চার্জ দিলে। অন্যদিকে Throttle এর ক্ষেত্রে গ্রাহক ১ বার চার্জ দিলে ৭৫ কিমি পর্যন্ত চালাতে পারবেন। কোম্পানির ওয়েবসাইটে অনলাইনে গ্রাহক এই সাইকেলটিকে কিনতে পারবেন।