Electric Cycle: দেশের সেরা ৩টি সস্তা ইলেকট্রিক সাইকেল, ১ চার্জে চলবে ১০০ কিমি
করোনা অবস্থায় জেনে নিন দেশের সেরা ৩ ইলেকট্রিক সাইকেল সম্পর্কে
দেশে তেলের দাম বৃদ্ধির অবস্থা দেখলে এবং অন্যদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখলে বাইরে যাওয়ার জন্য একমাত্র যে বিকল্পের কথা মাথায় আসে তা হল বাইক কিংবা স্কুটার। তবে বাইক অথবা স্কুটারের দামও বেড়ে চলেছে এক করোনা অবস্থাতে। তবে আপনি কি জানেন এমন কিছু সাইকেল আছে যা ইলেকট্রিক এ চলে এবং দামও অনেকটা কম। আজ এই প্রতিবেদনে আমরা সেই সমস্ত সাইকেল সম্পর্কে কথা বলতে চলেছি যেগুলি ইলেকট্রিকে চলে এবং ১০০ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে কম খরচে। চলুন জানা যাক,
Nexzu Mobility Roadlark Cargo
এই বাইসাইকেলটির দাম রাখা হয়েছে ৪২ হাজার টাকা। কোম্পানির তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে কাস্টোমাইজ বিকল্প ও উপলব্ধ করা হয়েছে। Nexzu Mobility এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ইলেকট্রিক সাইকেলের পক্ষ থেকে সাইলেকের সবচেয়ে বেশি স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে জানা গিয়েছে যে এই সাইকেলে কোম্পানির পক্ষ থেকে ডুয়াল ব্যাটারি দেওয়া হয়েছে। তার মধ্যে একটিকে রিমুভ করা সম্ভব। দুটি ব্যাটারি ২ থেকে ৪ ঘণ্টা চার্জ করা সম্ভব। এছাড়া ও কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে যে এই সাইকেল ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। অর্থাৎ গ্রাহক একবার চার্জ দিলে ১০০ কিমি পর্যন্ত যেতে পারবেন।
GoZero Mobility’s Skelling Pro
এই ইলেকট্রিক বাইসাইকেলের দাম কোম্পানির পক্ষ থেকে রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। গ্রাহক এটিকে GoZero এর ওয়েবসাইট থেকে সরাসরি কিনে নিতে পারবেন। কোম্পানি তথা GoZero এর তরফ থেকে জানানো হয়েছে যে এই সাইকেল একবার ফুল চার্জ দিলে ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। অন্যদিকে GoZero Skelling Pro এর সর্বাধিক গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা রাখা হয়েছে। GoZero Skelling Pro তে একটি নতুন উন্নত প্রযুক্তির ৪০০ Wh লিথিয়াম ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।
Toutche Heileo M100
Toutche কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা অন্যতম বাইসাইকেল হল এটি। কোম্পানি বড় সংখ্যাতে e-cycle বিক্রি করে। বলা বাহুল্য এই সাইকেলের রেঞ্জ ৬০ কিমি প্রতি ঘণ্টা। এই বাইসাইকেলে দেওয়া হয়েছে ০.৩৭Kwh ক্ষমতা প্রদানকারী ব্যাটারি। বলা বাহুল্য এটি এক চার্জে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।