শুক্রবার জামিন পেয়ে গেলেও বাড়ি যেতে পারেননি মদন মিত্র। ডাক্তারদের নির্দেশে হাসপাতালে থাকতে হয়েছিল আরো একদিন। কিন্তু শনিবার সকালে হাসপাতাল থেকে ছুটি পেয়ে একেবারে ফুরফুরে মনে কামারহাটির তৃণমূল বিধায়ক। শনিবার ছুটির খবর পাওয়ার পরেই বিধায়কের মন একেবারে চাঙ্গা। হাসপাতাল থেকে বেরিয়েই সরাসরি চলে এলেন নিজের সবথেকে পছন্দের জায়গায়, যেটি হলো ‘ফেসবুক লাইভ’।
ফেসবুকে লাইভে এসে মদন মিত্র নিজের মন খুলে একের পর এক গান গাইলেন। সঙ্গে শোনালেন নিজের সবথেকে পছন্দের রবীন্দ্র সংগীতটিও। বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যা চলছিল তার। পেটের অসুখে এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভুগছিলেন মদন মিত্র। এছাড়াও যারা গিয়েছিল তার গলায় নাকি একটি টিউমার আছে, এবং সদ্য করোনা ভাইরাস আক্রমণ থেকে রেহাই পাওয়ার কারণে তার সমস্যা এখনো শেষ হয়নি।
কিন্তু তবুও তার ভক্তদের জন্য মাঝে মধ্যেই তিনি করে থাকতেন ফেসবুক লাইভ। গ্রেফতার হওয়ার আগে নিয়মিত তাকে দেখা যেত ফেসবুকের দেয়ালে। কিন্তু বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে ভক্তদের তিনি দেখা দিতে পারেননি। আজকে ছুটি পেতেই তিনি সোজা মুঠোফোনটি চালু করে শুরু করলেন লাইভ।
পিজি হাসপাতালের উডর্বান ওয়ার্ডের বারান্দা থেকে প্রথমেই বললেন, “আমি মুক্ত! আমার এখন শুধুমাত্র একটা লাইন বলতে ইচ্ছা করছে।” মদন তারপরই নিজের খেয়ালে একের পর এক রবীন্দ্র সংগীত ধরলেন, “আমার মুক্তি আলোয় আলোয়, এদিন আজই কোন ঝড়ে গো খুলে দিল দ্বার, ক্লান্তি আমায় ক্ষমা করো।” স্বভাবতই আবারো তাদের প্রিয় মদনদা লাইভ আসায় খুশি তার ভক্তকুল।