বাড়ল খুচরো দোকান খোলার সময়সীমা, জানুন কখন খুলতে পারবেন দোকান
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খুচরা দোকান খোলার সময় ১ ঘন্টা বৃদ্ধি করা হচ্ছে
লকডাউন নিয়ে বৈঠকে এবারে নবান্নে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি খুচরো দোকান খোলার সময়সীমা নিয়ে আলোচনা করলেন। এতদিন পর্যন্ত ঠিক ছিল ৩ ঘণ্টা খোলা থাকতে পারে খুচরা সমস্ত দোকান। এবারে সেই সময়সীমা বেড়ে দাঁড়াল ৪ ঘন্টা।
মমতার সঙ্গে বৈঠকে বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বলেন এখন যে সময় অনুযায়ী দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে, সেই সময় বিক্রি তেমন কিছু হচ্ছে না তাই সন্ধ্যাবেলা যদি দোকান খোলার অনুমতি দেওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হবে। ভিড় হওয়ার সম্ভাবনার কথা ভেবে সন্ধ্যায় দোকান খোলার আবেদন মঞ্জুর করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তবে কিছুটা বেড়েছে খুচরো দোকান খোলা থাকার সময়।
এখন থেকে খুচরা দোকান খোলার সময় সীমা হয়েছে ৪ ঘণ্টা। যার দরুন এখন আপনি দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দোকান খোলা পাবেন। এতদিন পর্যন্ত এই দোকান খোলার টাইমিং ছিল দুপুর ১২ থেকে বিকেল ৩টে।
বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনেকের ধারণা, ১ ঘন্টা বৃদ্ধি পেলেও একটু হলেও কেনাকাটা বাড়বে এই সমস্ত দোকানে, ফলে ব্যবসায়ীদের সুবিধা কিছুটা হতে পারে। তার পাশাপাশি মমতা জানিয়ে দিয়েছেন যেরকম ভাবে মিষ্টির দোকান খোলা থাকছে সেভাবেই এবারে রেস্টুরেন্ট খোলা থাকবে বাংলায়।