Today Trending Newsনিউজরাজ্য

রাজ্যে বিধিনিষেধে ছাড়! কবে থেকে খুলতে পারে শপিং মল? আভাস দিলেন মমতা

মমতা আজকে নবান্নের বৈঠকে অংশ নিয়ে পর্যালোচনা করলেন সমস্ত বিষয়

Advertisement

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি দেখে কার্যত লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে এই লকডাউন কর্মসূচি চলছিল। কিন্তু তারপরে বেঙ্গল চেম্বার অব কমার্সের সঙ্গে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কোন কোন ক্ষেত্রে এবার থেকে ছাড় দেওয়া শুরু হবে।

১৫ জুন পর্যন্ত রাজ্যে কার্যত লক ডাউন পরিস্থিতি কায়েম থাকবে। তার পরদিন অর্থাৎ ১৬ জুন থেকে সম্পূর্ণ করোনা বিধি মেনে খুলে যাবে শপিং মল। খুচরা দোকান, রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গা খোলার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

বুধবার নবান্নে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সেখানে উপস্থিত সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের টিকাকরণের আর্জি জানিয়েছেন।

তার পাশাপাশি, সেখানকার প্রতিনিধিরা অনেকে অনুরোধ করেছিলেন যাতে শপিংমল খোলা ব্যবস্থা করা হয়, কারন শপিংমলে যারা যারা কাজ করেন তারা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তাই বিধিনিষেধ রাখলেও শপিংমল খোলার অনুমতি চেয়েছিলেন তারা।

সেই আবেদনে সাড়া দিয়ে ১৬ জুন থেকে শপিংমল খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শপিং মল খুললেও ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে আরো বিবেচনা করবে রাজ্য সরকার এমনটাই আজকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button