এবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা দায়ের হল তারই থানা এলাকায়। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল চুরির। পুরসভার গুদাম থেকে এই ত্রিপল চুরির অভিযোগ শুধুমাত্র শুভেন্দু নয়, তার ভাই সৌমেন্দু অধিকারীর উপরেও রয়েছে। ইতিমধ্যেই কাঁথি থানায় এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা এবং সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় কার্যত বেশ চাপের মুখে পূর্ব মেদিনীপুর বিজেপি। এখনো পর্যন্ত শুভেন্দু অথবা সৌমেন্দু কারোর থেকেই কোন প্রতিক্রিয়া মেলেনি এই মর্মে। তবে এই এফআইআরের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ নিজের কাজ শুরু করে দিয়েছে।
শনিবার কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন এলাকায় জনৈক পুরকর্মী পুরসভার কাজ করতে গেছিলেন। সেই সময় তিনি দেখতে পান ওই গুদাম ঘরের সামনে সেন্ট্রাল ফোর্সের জওয়ান দাঁড়িয়ে রয়েছে এবং তারা ত্রাণের ত্রিপল চুরি করে তাড়াতাড়ি ম্যাটাডোরে তোলার ব্যবস্থা করছে। ঘটনাটি জানাজানি হতেই কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি প্রশাসক মন্ডলীর দুই সদস্য হাবিবুর রহমান, রত্নদ্বীপ মান্না এবং যুব তৃনমূলের এক নেতা সুরজিৎ নায়ক ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কয়েকটি ত্রিপল সেখান থেকে লোপাট হয়েছে। ঘটনা নিয়ে সেখানকার গুদাম কর্মীকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করা হয়। গুদাম কর্মীর বক্তব্য, শুভেন্দু অধিকারীর কিছু ব্যক্তিগত ত্রিপল সেখানে জমা রাখা ছিল, তাই তিনি সেগুলি নিতে এসেছিলেন। কিন্তু পুর প্রশাসকরা বারংবার বলছেন, ওই ত্রিপলের উপর সরকারি লোগো লাগানো ছিল। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিস্তর রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনো সকলেই তাদের উত্তরের অপেক্ষায় আছেন।