Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৮ ঊর্ধ্ব সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র, বড় ঘোষণা নরেন্দ্র মোদির

১৮ ঊর্ধদের ভ্যাকসিনেশন নিয়ে এবারে বড়ো ঘোষণা নরেন্দ্র মোদীর। টিকাকরণের জন্য আর কোনো অর্থ খরচ করতে হবে না রাজ্যকে, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন, আগামী ২১ জুন থেকে…

Avatar

By

১৮ ঊর্ধদের ভ্যাকসিনেশন নিয়ে এবারে বড়ো ঘোষণা নরেন্দ্র মোদীর। টিকাকরণের জন্য আর কোনো অর্থ খরচ করতে হবে না রাজ্যকে, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন, আগামী ২১ জুন থেকে ১৮ বছরের বেশি বয়সের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে ভারত সরকার। ফলে ২০২৪ লোকসভা নির্বাচন কে মাথায় রেখে এটা একটা বিরাট বড় পদক্ষেপ হতে চলেছে।

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, এবারে দেশের ৭৫ শতাংশ ভ্যাকসিন কিনবে কেন্দ্র সরকার। তারপর এই ভ্যাকসিন রাজ্য সরকারের হাতে পৌঁছে দেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিলেন রাজ্য সরকারকে কোন টাকা খরচ করতে হবে না ভ্যাকসিন কেনার জন্য এবার থেকে। কেন্দ্রীয় সরকার সংসদ সমস্ত ভ্যাকসিন কিনবে এবং আগামী ২১ জুন থেকে এই নতুন নিয়োগ কার্যকর হয়ে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধানমন্ত্রী মোদী আরো ঘোষণা করেছেন, ১৬ মে থেকে ভারতে টিকাকরণ মূলত কেন্দ্রীয় সরকারের হাতে ছিল। সেই সময় দেশ বিনামূল্যে টিকাকরণ করার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর গুলি অনেক সময় সমস্যা করছিল। তারা টিকাকরণের ভার নিজের হাতে চাইছিল। স্বাস্থ্যটা অনেকটা ক্ষেত্রে রাজ্যের ব্যাপার। এই কারণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের হাতে টিকাকরণের ভার ছেড়েছিল। কিন্তু ভারত সরকার আবার নতুন গাইড লাইন তৈরি করেছে। এই নতুন গাইডলাইন অনুসারে কেন্দ্রীয় সরকার সংস্থাও ধরনের টিকা কিনবেন এবং রাজ্য সরকারের কাছে বিনামূল্যে বিতরণ করবে।

তিনি জানিয়েছেন, “১ মে থেকে রাজ্য সরকারগুলিকে ২৫ শতাংশ টিকা দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মে মাসের ২ সপ্তাহের মধ্যে অনেক রাজ্যের সমস্যা সৃষ্টি হয় এবং আগের টিকাকরন পদ্ধতি তাদের ভালো মনে হতে শুরু করে। আগের পদ্ধতিতে টিকাকরণ ফিরিয়ে আনার দাবি নিয়ে অনেক রাজ্য সরকার আমাদের কাছে অনুরোধ করে এবং এই কারণে আমরা আবারো আগের মত করে সব নাগরিকের টিকাকরণের দায়িত্ব নিলাম। ১৮ বছরের উপরের সমস্ত নাগরিকের টিকাকরণ করা হবে কেন্দ্রীয় সরকারের দ্বারা। শুধুমাত্র সরকারি হাসপাতাল না, কেউ যদি চান তাহলে প্রাইভেট হাসপাতাল থেকেও ভ্যাকসিন নিতে পারেন। তবে সে ক্ষেত্রে ভ্যাকসিনের দাম এর উপরে সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস ট্যাক্স দিতে হতে পারে।”

About Author