আবার ভারতের বিরুদ্ধে বড়সড় পরিকল্পনা করলো পাকিস্তান! জানুন কি সেই পরিকল্পনা!
কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে বার বার ব্যর্থ হয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ এবং একাধিক দেশ মুখ ফিরিয়ে নিলেও জম্মু-কাশ্মীর ইস্যুতে এখনও হার মানতে নারাজ ইমরান খান সরকার। জম্মু-কাশ্মীর নিয়ে ভারতকে জব্দ করার চেষ্টায় এবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকী আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথ, যা পাকিস্তান হয়ে গিয়েছে, তাও বন্ধ করে দেওয়া নিয়েও আলাপ আলোচনা চলছে। মঙ্গলবার টুইটারে এমনই জানালেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে ভারত বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। বালাকোট হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান৷ এরপর গত ১৬ জুলাই আবার আকাশপথ খুলে দেয় পাকিস্তান৷ তবে নিজেদের ওই সিদ্ধান্তে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে। প্রায় ১৪০ দিন আকাশ সীমা বন্ধ রাখার ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল পাকিস্তানের।