২০২৬ পর্যন্ত তৃণমূলের সঙ্গে কাজ করবে আইপ্যাক, প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে তুমুল জল্পনা
পরের বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তি হয়েছে আইপ্যাকের কিন্তু, প্রশান্ত কিশোর কি করবেন সেই নিয়ে জল্পনা রাজ্য রাজনীতিতে
তৃণমূলের সঙ্গে এখনই চুক্তি শেষ করছে না প্রশান্ত কিশোরের আইপ্যাক। গত বিধানসভা নির্বাচনে যেরকমভাবে তৃণমূলের সঙ্গে কাজ করছিল আইপ্যাক সেরকম ভাবেই এবারেও কাজ করবে তারা। অর্থাৎ আগামী লোকসভা ভোটে তো বটেই এমনকি পরবর্তী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে দেখা যাবে প্রশান্ত কিশোরের সংস্থাকে। কিন্তু, প্রশ্নটা হল, গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর প্রশান্ত কিশোর বলেছিলেন তিনি আইপ্যাক এর সঙ্গে যুক্ত থাকবেন না। তাহলে কি এবারে কোন নতুন মুখ আসবে নাকি প্রশান্ত কিশোর এখনো যুক্ত থাকবেন?
অন্তত ২০২৬ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ চালিয়ে যাবে আইপ্যাক। ভোটের আগে প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎ বাণী ছিল তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। তৃণমূল কংগ্রেস ২০০ এর বেশি ২১৩ আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ১০০ এর নিচেই ৭৫ এ থেমে গেছে। বলাই বাহুল্য, একেবারে জ্যোতিষীর মত সমস্ত অংক মিলিয়ে দিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, তার কথা যদি মিথ্যা হয় তাহলে তিনি তার কাজ ছেড়ে দেবেন। তবে দেখা যায়, বিরোধী শিবিরে একেবারে ধ্বস নামিয়ে দিয়েও প্রশান্ত কিশোর ঘোষণা করে দেন তিনি আইপ্যাক ছেড়ে দেবেন বরং অন্য কিছু শুরু করবেন।
তবে এখনো পর্যন্ত কিছু স্থির করে উঠতে পারেননি প্রশান্ত কিশোর। যদি তিনি সমস্ত কথা একই রকমভাবে রাখেন তাহলে হয়তো তৃণমূলের পাশে আইপ্যাককে দেখা গেলেও প্রশান্ত কিশোর কে দেখা যাবে না। তবে যদি প্রশান্ত কিশোর না থাকেন তার বিকল্প কেউ আছে? নাকি সম্মুখে না থাকলেও পিছনের সমস্ত পরামর্শ দান করবেন প্রশান্ত কিশোর নিজে? প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। অনেকে আবার মনে করছেন তৃণমূলের টিকিটে প্রশান্ত কিশোর এবারে রাজ্যসভার সাংসদ হতে পারেন। তবে যাই হোক না কেন,দেশের রাজনীতিতে প্রশান্ত কিশোর একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন বিগত কয়েক বছরে।
২০১৫ সালে বিহারের নীতীশ কুমার কে ক্ষমতায় এনেছিলেন। তারপরে অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এবং তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের মত নেতাদের মসনদে বসানো তো ছিলই, তবে প্রশান্ত কিশোরের সব থেকে কঠিন কাজটি ছিল হয়তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনা। কারণ বিজেপি ঝড় সবথেকে বেশি পড়েছিলো বাংলাতেই। কিন্তু তার পরেও প্রশান্ত কিশোর নিজের কাজে একেবারে অটুট থেকেছেন। তৃতীয় ফ্রন্টের সুতো বন্ধন এর কাজটি তিনি দীর্ঘদিন ধরে খুব ভালোভাবেই করে আসছেন। জানা যাচ্ছে এবারে পাঞ্জাবে নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তার চুক্তি হয়েছে। কিন্তু, আইপ্যাকের সঙ্গে চুক্তি হলেও প্রশান্ত কিশোর কি আইপ্যাকে থাকবে? বিশ্লেষকদের মতে, হয়তো আইপ্যাক ছেড়ে দিলে জাতীয় রাজনীতিতে আরো বড় কোনো ভূমিকায় আমরা পাব প্রশান্ত কিশোর কে। সম্ভাবনা আছে, নির্বাচন ম্যানেজমেন্টের কাজ ছেড়ে দিলে প্রশান্ত কিশোর যুক্ত হবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেক্ষেত্রে কিন্তু, রাজ্য এবং জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর একটি বিশাল বড় ফ্যাক্টর হিসেবে সামনে আসবেন।