পাল্টাতে চলেছে ভারতের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যময় ক্রিকেট স্টেডিয়াম দিল্লির ফিরোজ শাহ কোটলার নাম জানা যাচ্ছে সদ্য প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে নাম রাখা হবে স্টেডিয়াম টির। অরুণ জেটলি একসময় দিল্লির ক্রিকেট সংস্থার সভাপতিও ছিলেন মূলত তার আমলেই কোটলার আধুনিকিকরণের কাজ শুরু হয়। দিল্লির ক্রিকেট সংস্থা সূত্রে খবর ১২ সেপ্টেম্বর জওহর লাল নেহেরু স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে কোটলার নামপরিবর্তন করা হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু ও পূর্ব দিল্লির সাংসদ তথা দিল্লির ঘরের ছেলে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামের নাম পাল্টে সদ্য প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির নামে রাখা হবে প্রক্তন সভাপতিকে সম্মান জানানোয় স্বাভাবিক ভাবেই খুশি ক্রীড়া জগৎ এর একাংশ।