টেক বার্তা

ঘরে রাখুন এই ৭ মেডিক্যাল কিট, সহজে পাবেন রোগের খোঁজ

বাড়িতে থাকা দরকার এই 7 মেডিকেল গ্যাজেট, ব্যবহার করা খুব সহজ

Advertisement

করোনা আবহে আমরা বুঝতে পেরেছি যে দৈনিক‌ স্বাস্থ্যপরীক্ষা করা কতটা জরুরি। এদিকে লকডাউনের কারণে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শারীরিক পরীক্ষা করানো খুব‌ই দুস্কর হয়ে পড়ে। পাশাপাশি বিষয়টি বেশ খরচসাপেক্ষ‌ও হয়। তবে আপনি যদি কিছু টেস্টকিট কিনে রাখতে পারেন তবে একবারের খরচে বহুদিনের টেস্টের টাকা সাশ্রয় হতে পারবে। আজ এমন 7 টি মেডিক্যাল গেজেটের কথা জানাব যা বাড়িতে কিনে রাখা জরুরি ও প্রয়োজনীয়।

PORTABLE PERSONAL ECG MONITOR

এই গেজেটটির সাহায্যে আপনি বাড়ি বসে যেকোনো সময় আপনার ও পরিবারের যেকোনো সদস্যের ইসিজি রেকর্ড করতে পারবেন। এর মাধ্যমে আপনার হার্টের অবস্থা জানা বেশ সহজ‌ও হবে।

AUTOMATIC ELECTRONIC BLOOD PRESSURE

প্রেশার মাপার জন্য আমাদের ডিসপেনসারি ছুটতে হয়। তবে এই গেজেটটি কিনে রাখলে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার রক্তচাপ মনিটর করতে পারবেন।

FINGERTIP PULSE OXIMETER

করোনা কালে এই ক্ষুদ্র ডিভাইসটি আপনার জন্য ভীষন জরুরি। করোনা রোগীদের অক্সিজেন লেভেল মাঝেমাঝেই কমে আসে। এই গেজেটটির মাধ্যমে আপনি আপনার অক্সিজেন লেভেল ও পালস রেট কেবল মাত্র আঙুল ঢুকিয়েই পরিমাপ করতে পারবেন।

GLUCOMETER

ডায়াবেটিক রোগীদের জন্য এই ডিভাইস সাক্ষাৎ ঈশ্বরের দান। গ্লুকোজ লেভেল কমাবাড়ার নিয়মিত পরিমাপ বাড়িতে বসেই করে নিতে পারবেন কোনো রক্তপরীক্ষা ছাড়াই। এটি বাড়িতে রাখা অবশ্য জরুরি।

MEDICAL ALERT SYSTEM

বাড়িতে বয়স্ক ও অসুস্থ সদস্য থাকলে এই ডিভাইসটি অবশ্য‌ই কাছে রাখুন। মেডিকেল এমার্জেন্সি এলে কেবল একটি বোতাম টিপে কাছাকাছি কারোর থেকে সাহায্য প্রার্থনা করতে পারবেন।

PAIN RELIEF DEVICE

অনেকসময় স্ট্রেস,বাতের ব্যাথা ও অন্যান্য কারণে শরীরে অস্বাভাবিক যন্ত্রণার সৃষ্টি হয়। এই ধরনের গেজেট যেমন হট প্যাড, ম্যাসাজার বা নার্ভ স্টিমুলেটর কাছে রাখলে খুব সহজে ও অল্প সময়ে ব্যাথা থেকে উপশম পেতে পারবেন।

IR থার্মোমিটার

একটি কন্টাক্টলেস ইনফ্রা-রেড থার্মোমিটার খুব গুরুত্বপূর্ণ ডিভাইস এবং এটির খুব প্রয়োজনীয়। সাধারণ থার্মোমিটারের চেয়ে‌ও অনেক বেশী বিশ্বাসযোগ্য এটি।

মেডিকেল ওজন স্কেল

এর সাহায্যে ঘরে বসে যেকোনো সময় নিজের ওজন পরিমাপ করতে পারবেন। ও সেই অনুযায়ী খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যারা জিম ও শরীরচর্চা করে থাকেন তাদের জন্য এটি বেশ কাজের।

উল্লেখ্য: প্রতিটি ডিভাইস কেনার আগে আপনার পরিচিত ডাক্তারের সঙ্গে অবশ্য‌ই যোগাযোগ করুন। কোন ব্র্যান্ডের ডিভাইস ভালো হবে তার আগে থেকে যাচাই করে নিন।

Related Articles

Back to top button