সেপ্টেম্বরের মধ্যেই ভারতে আসছে শিশুদের ভ্যাকসিন, জানাল এইমস ডিরেক্টর
ইতিমধ্যেই বহু হাসপাতালে শিশুদের জন্য করোনা টিকার ট্রায়াল' শুরু হয়ে গেছে
ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ কিছুটা সামলে এসেছে বলা যেতে পারে। কিন্তু এখনই একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কিছু ঘটে যায়নি। কারণ এরপরে ভারতে আসছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন এই তৃতীয় ঢেউয়ের সবথেকে বেশি আক্রান্ত হবেন শিশুরা। তাই অভিভাবকদের এই নিয়ে চিন্তার শেষ নেই। তারই মধ্যে এবারে আশার আলো দেখালেন দিল্লি এআইআইএমএস এর ডিরেক্টর রন্দীপ গুলেরিয়া। তিনি জানিয়ে দিলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই শিশুর জন্য টিকা বাজারে আনতে চলেছে ভারত সরকার।
এইমসের ডিরেক্টর বলেছেন, শিশুদের জন্য কো-ভ্যাকসিন কতটা গ্রহণযোগ্য সেই সম্পর্কে বর্তমানে ট্রায়াল’ নেওয়া হচ্ছে। এই ট্রায়াল’ যদি সফল হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শেষ করে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ ভারতে চলে আসবে শিশুদের করোনা ভ্যাকসিন। শুধু এইটাই নয়, ভারত সরকার বর্তমানে ফাইজার বায়এনটেকের ভ্যাকসিন শিশুদের দেওয়া যায় কিনা সেই নিয়েও ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে দিল্লি এইমস।
শিশুদের ওপর ট্রায়াল’ করার জন্য ইতিমধ্যেই ২ থেকে ১৭ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা শুরু করছে দিল্লির এআইআইএমএস। অক্টোবর মাসে যদি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ে সে ক্ষেত্রে তার আগে শিশুদের ভ্যাক্সিনেশন করিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যদি পুরোটা সম্পূর্ণ নাও হয় অন্তত কয়েকজন শিশুর ভ্যাকসিনেশন অত্যন্ত প্রয়োজন।
তার আগে যদি ভ্যাকসিন বাজারে চলে আসে তাহলে সকলের জন্যই মঙ্গল। তবে শুধু এই দুটি ভ্যাকসিন নয়, পার্কসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ শিশুদের উপর জাইডাস ক্যাডিলা সংস্থার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিক থেকে এই ট্রায়াল’ শুরু হয়ে যাবে পার্ক সার্কাসের এই ইনস্টিটিউটে। এক্ষেত্রে কিন্তু ট্রায়ালের সময় শিশুদের ডোজের কোন পরিবর্তন হচ্ছে না।