Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গর্ভে সন্তান! নুসরতের মাতৃত্বকালীন আভা দেখে আপ্লুত শ্রাবন্তী

টলি অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। সামনের সেপ্টবর মাসের ১০ এর মধ্যে মা হচ্ছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা খবর কেউই ভালো চোখে দেখেননি।…

Avatar

By

টলি অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। সামনের সেপ্টবর মাসের ১০ এর মধ্যে মা হচ্ছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা খবর কেউই ভালো চোখে দেখেননি। সমাজে কেউই অভিনেত্রীর মা হওয়ার খবর ভালো চোখে নেননি। কারণ আগত এই শিশুর বাবা নিখিল জৈন নয়। কিন্তু কে নুসরতের বকচ্চার বাবা। এই নিয়ে শুরু নানান বিতর্ক। কিছুতেই এই বিতর্ক পিছু ছাড়ছেনা। নুসরতকে নষ্ট মেয়ের আখ্যাও পেয়েছেন। সমাজে অভিনেত্রীকে নিয়ে যতই কাঁটাছেড়া হোক নিজের প্রতি বিশ্বাস আর আস্থা দুই অটুট রেখেছেন নুসরত জাহান।

সমাজের চোখ রাঙানি এড়িয়ে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন নুসরত আর স্বাধীনচেতা মনোভাব নিয়ে সমাজে মাথা উঁচু করে আছেন নুসরত। তাই তো নিখিলের সঙ্গে নিজের বিয়ে বিতর্কের মাঝেই অন্যের সন্তান গর্ভে ধারণ করবার সাহস দেখিয়েছেন এই টলি নায়িকা তথা বসিরহাটের তৃণমূল সাংসদ। আর সেই বেবি বাম্প প্রক্যাশ্যে আনতে দ্বিধাবোধ ও করেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবছর বিধানসভা ভোটের প্রচার সেরেছেন। ছুটে বেরিয়েছেন কলকাতা থেকে নানান জেলাতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন সিনেমা সাইন না করলেও একের পর ফটোশ্যুট বিজ্ঞাপনী প্রসাধনের শ্যুট ও করেছেন। চলতি মাসের শুরুতেই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সামনে আসে। বর্তমানে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় পর্যায় চলছে। তবে এই পর্যায়ে থেকে এই মুহূর্তেও নিজের কাজকে প্রাধান্য দিলেন অভিনেত্রী। কাজের ফাঁকেই নিজেকে সময় দিচ্ছেন অভিনেত্রী। নানান শুটিংয়ের মুহূর্ত লেন্সবন্দী হয়েছেন অভিনেত্রী। আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল।

কাজ সেরে নিজেকেও সময় দিলেন হবু মা। এবারে একেবারে প্রেগন্যান্সি পিরিয়ডে পুরোপুরি মেক-আপহীন লুকের ছবি তুলে ধরেন নুসরত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। কোনও এক বিলাসবহুল রেস্তোরাঁর চেয়ারে আনমনা হয়ে বসে রয়েছেন নুসরত। টেবিলের উপর রাখা রয়েছে এক রিফ্রেশমেন্ট এর গ্লাস। পরনে সবুজ টি-শার্ট আর গায়ে সাদা রঙের সার্গ। কানে ঝুলছে দুল আর ঠোঁটে হালকা লিপস্টিক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘আমি নিজের প্রতি বিশ্বাস রাখি’।  এই কঠিন অবস্থায় নিজের প্রতি বিশ্বাস রেখেছেন অভিনেত্রী।

মাতৃত্বকালীন আভার জেরেই যে নুসরতের গ্লো দিন দিন৷ বাড়ছে তা আর বলার অপেক্ষারাখেনা। নুসরতের এই ছবিতে উপচে পড়ছে অনুগামীদের ভালোবাসার চিহ্ন। অভিনেত্রী শ্রাবন্তীও অভিনেত্রীককে লাইক দিয়ে ভালোবাসা থামালেননা। বরং কমেন্ট বক্সে লিখেছেন- ‘ন্যাচারাল বিউটি’। নুসরতের সৌন্দর্য যে বাহ্যিক মেক-আপের প্রয়োজন৷ নেই তা জানালেন খোদ সহকর্মী। তবে অভিনেত্রীর এই পোস্টে কোথাও বোনুয়ার কমেন্ট পাওয়া গেলনা। অনেকে নানান কুরুচিকর মন্তব্য করেছেন সেই বিষয়ে কোনো কথা বলেননি এবারেও অভিনেত্রী।

About Author