Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

বিরোধীদের তুমুল হই হট্টগোল, বক্তৃতা অসমাপ্ত রেখে বিধানসভা ত্যাগ করলেন রাজ্যপাল

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজ্যপাল বক্তৃতা শেষ করতে পারেননি এমন ঘটনা একেবারে নজির

Advertisement

এবারে বিধানসভা অধিবেশনে ভাষণ শেষ না করেই বিধান সভা কক্ষ ত্যাগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিধানসভার বিরোধী নেতাদের হই-হুল্লোড়ের মধ্যে বিধানসভায় ভাষণ শেষ না করেই বেরিয়ে গেলেন জগদীপ ধনকর। এই ঘটনা সাম্প্রতিক সময়ে অত্যন্ত বেনজির বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “বিধানসভা অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনকর এর ভাষণে বিরোধীদের উপর হামলার ঘটনার প্রসঙ্গ ছিল না। কিন্তু রাজ্যে হিংসার ঘটনা লাগাতার ঘটছে।”

তৃতীয়বারের জন্য বাংলায় শাসন ক্ষমতা দায়িত্বে এসেছে তৃণমূল কংগ্রেস। মে মাসে শপথ গ্রহণের পর এটাই হলো প্রথম বিধানসভা অধিবেশন। আর সেখানেই বিরোধীদের বিক্ষোভের কারণে মিনিট চারেক রাজ্যপাল জগদীপ ধনকর বক্তৃতা রাখতে পারেন। তারপরেই বিরোধীরা হঠাৎ করেই হট্টগোল শুরু করে এবং বক্তৃতা শেষ না করেই জগদীপ ধনকর সভামঞ্চে ছেড়ে বেরিয়ে যান।

বিধানসভায় বি আর আম্বেদকর এর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর একসাথে বিধানসভার অধিবেশন শুরু করেন। দুপুর দুটো নাগাদ একদম সঠিক সময় রাজ্যপাল জগদীপ ধনকর নিজের বক্তৃতা শুরু করেন। কিন্তু মাত্র মিনিট চারেকের মধ্যেই তিনি নিজের বক্তৃতা শেষ করে দেন। জানা যায় রাজ্যপাল জগদীপ ধনকর বক্তৃতার প্রথম দিক এবং বক্তৃতার শেষ দিকে পড়েছিলেন।

বিধানসভায় বিরোধীদের হৈ হট্টগোলের কারণে অধিবেশন ব্যহত হয় এবং রাজ্যপাল নিজের বক্তৃতা শেষ না করেই বেরিয়ে যান। বিধানসভা ছেড়ে বেরিয়ে যাবার সময় রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিদায় জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button