ভারতের মতো উন্নয়নশীল দেশে ব্যাঙ্ক ব্যবস্থা উন্নত হওয়া খুব দরকার। ব্যাঙ্কের লম্বা লাইনের ভোগান্তি দূর করতে ভারত সরকার এটিএম কার্ডের ব্যবস্থা করেছে, যার ফলে কম সময়ে টাকা জমা ও তোলা যায়। ক্রমাগত ব্যয় সংকোচনের পথে হাঁটছে রাষ্ট্রীয়ত্ত ব্যাঙ্কগুলি। সেকারনে দেশের বড়ো বড়ো শহরগুলিতে ১০টি সরকারি ব্যাঙ্ক প্রায় ৫৫০০টি এটিএম মেশিন ও ৬০০ টি শাখা বন্ধ করেছে। তাদের মতে ডিজিট্যাল ব্যাঙ্কিয়ের বহূল ব্যবহাররের ফলে এটিএম কেউ ব্যবহার করছে না। তবে এখনই এই পদক্ষেপ গ্রহণ করছে না বেসরকারী ব্যাঙ্কগুলি।