উত্তরবঙ্গে তীব্র ভূমিকম্প, একাধিক জেলায় অনুভূত কম্পন

আমফান এবং যশের পরে এবারে ভূমিকম্প। বুধবার সাতসকালে তীব্র কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলায় মূলত ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল…

Avatar

By

আমফান এবং যশের পরে এবারে ভূমিকম্প। বুধবার সাতসকালে তীব্র কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলায় মূলত ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের তীব্রতার কারণে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ।

তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় অসম ও মেঘালয় রাজ্যে ও এই কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিমি দূরে, মাটি থেকে ১৪ কিমি গভীরে। ভূমিকম্প হলেও, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কোন খবর নেই।