Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জ্বলে উঠেছে প্রেমের আগুন! পুরোনো ভালোবাসার কাছে ফিরলেন শ্রাবন্তী

বিধানসভা ভোটের আগে দুজনে দুই শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। একজন তৃণমূল কংগ্রেসের যোদ্ধা ছিলেন অন্যজন বিজেপির। বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে দাঁড়ান সোহম চক্রবর্তী। অন্যদিকে বেহালা পশ্চিম থেকে…

Avatar

By

বিধানসভা ভোটের আগে দুজনে দুই শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। একজন তৃণমূল কংগ্রেসের যোদ্ধা ছিলেন অন্যজন বিজেপির। বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে দাঁড়ান সোহম চক্রবর্তী। অন্যদিকে বেহালা পশ্চিম থেকে দাঁড়ান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যতই এরা প্রতিদ্বন্দ্বী হোক দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন সোহম আর শ্রাবন্তী। ভোটের ময়দানে দুই ফুলের শিবির থেকে দাঁড়ালেও, বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। নির্বাচনের পর সোহম চণ্ডীপুরের বিধায়ক নির্বাচিত হলেও শ্রাবন্তী ভালো ভাবে পরাজিত হন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

ভোটের ফল বেরনোর পর তাই শ্রাবন্তী ব্যস্ত হয়ে পড়ে নিজের পুরনো সংসার অর্থাৎ অভিনয়কে নিয়ে। নির্বাচনের তিক্ততা ভুলে ফের দুজনে মিলে রুপোলি পর্দাতে নতুন রসায়ন মানুষের মন কাড়তে আসছে। এবারে সিনেমা না ওয়েব সিরিজ নিয়ে। প্রথম এঁরা ওয়েব সিরিজে অভিনয় করছেন। নতুন ওয়েব সিরিজের নাম সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন। হ্যাঁ ‘দুজনে’ তে আসছে এই জুটির প্রেমের রসায়ন আরো একবার। ইতিমধ্যে নতুন ওয়েব সিরিজ ‘দুজনের’ ট্রেলর মুক্তি পায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেখানে অমর আর অহনা গল্প বলা হয়েছে। ভালবাসা, প্রেম, বিতর্ক, প্রতিহিংসা, লোভ সবকিছুকে এক ঝলকে দেখানো হয়েছে দুজনের ট্রেলারে। আরো দেখানো হয়েছে,গল্পটিতে অমর এবং তাঁর স্ত্রী অহনা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এরপরই অমরের ব্যবহারে কিছু পরিবর্তন বুঝতে পারে অহনা নজরে আসে। এরপর তিনি বুঝতে পারেন এতদিন যাকে নিজের স্বামী হিসাবে ভাবছেন তিনি আসলে তাঁর স্বামীই নন।  

দীর্ঘ দিন ধরে যে স্বামীকে একভাবে ভালোবেসে এসেছেন তাঁকেও কোনোভাবে ভুলতে পারছেননা। আর ছদ্মবেশির পরিচয় জানতে মরিয়া অহনা। এরপরই গল্পে নতুন ট্যুইস্ট নেয়। এরপর নিজের প্রকৃত স্বামীর অনুসন্ধান শুরু করেন শ্রাবন্তী। আর সেই অনুসন্ধান পর্বই অভিনেত্রীর জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে।  এই ওয়েব সিরিজ শুধু যে প্রেমের মোড়কে নয় তা বেশ স্পষ্ট। রহস্যের বেড়াজালে তৈরী হয়েছে এই নতুন ওয়েব সিরিজ।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তীর এই জুটি যে দর্শকদের মন কাড়তে শুরু করেছে, তা ট্রেলার প্রকাশ্যে আসা পর থেকেই বেশ স্পষ্টত। এই ওয়েব সিরিযে শ্রাবন্তী, সোহমের পুরনো ছবি অমানুষের সেই জনপ্রিয় গান ‘ও মাই লভ’-কে নতুন করে তৈরি করা হয়েছে। যা শুনে সোহম, শ্রাবন্তীর পুরোনো রসায়নের কথা মে করাবে। এই ওয়েব সিরিজে এই দুইজন ছাড়াও আছে দেবশঙ্কর হালদার, অনিন্দিতা কপিলেশ্বরী , রাজদীপ গুপ্ত এবং অদ্রিজা রায়ের মতো তারকারা। ২০১৯ এ গুগলি সিনেমাতে শেষবার এই জুটিকে দেখা গিয়েছে।

About Author