প্রশান্ত কিশোর কি যোগ দিচ্ছেন কংগ্রেসে? গান্ধীদের সঙ্গে বৈঠকের পর জল্পনা তুঙ্গে
রাহুল সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠকের পর উঠে আসছে তিনি হয়তো আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের তুরুপের তাস হয়ে উঠতে পারেন
তৃণমূল কংগ্রেস নয় বরং ভোট কৌশলী প্রশান্ত কিশোর যোগ দিতে পারেন কংগ্রেসে। বুধবার কংগ্রেস সূত্রে এরকম খবর পাওয়া গিয়েছে। গতকাল দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর বাসভবনে তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রশান্ত কিশোর। তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সকলের উপস্থিতিতে আগামী পাঞ্জাব নির্বাচন এবং পরবর্তী লোকসভা নির্বাচন নিয়ে নানা বিষয়ে বহুক্ষণ কথা বলেন প্রশান্ত কিশোর, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। তারপর থেকেই মনে করা হচ্ছে তিনি হয়তো কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই।
অন্যদিকে আবার আগামী বছর পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ নির্বাচন। এমনিতেই পশ্চিমবঙ্গে প্রবল মোদী হাওয়াকে আটকে দিয়ে চ্যালেঞ্জ জিতে গিয়েছেন প্রশান্ত কিশোর। এখানে মমতা-ম্যাজিক কাজ করলেও প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি কিন্তু অন্যতম ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করেছিল। এই জন্যই হয়তো, আগামী নির্বাচনের জন্য কৌশল তৈরি করতে কংগ্রেসের তরফ থেকে ডাকা হয়েছিল প্রশান্ত কিশোর কে। কিন্তু সূত্রের খবর, আগামী দিনে কংগ্রেসের হয়ে আরো বড় ভূমিকায় দেখা যেতে পারে প্রশান্ত কিশোরকে। আগামী লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে কংগ্রেস।
কংগ্রেসের প্রস্তুতিতে প্রশান্ত কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন এটাই আশা করা যায়। এমনিতো পাঞ্জাব নির্বাচনে অমরিন্দর সিং কে জয়লাভ করিয়ে এবং মমতা বন্দোপাধ্যায় কে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একজন ব্যক্তি হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর। এই কারণেই কংগ্রেসের তরফ থেকে আগামী লোকসভা নির্বাচনের আগে তার কাঁধে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনের যাবতীয় কৌশল রচনার দায়িত্ব দেওয়া হতে পারে প্রশান্ত কিশোর কে।
তবে শুধুমাত্র যে এবারে বাংলায় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রশান্ত কিশোর তা কিন্তু নয়। তামিলনাড়ুতে ও ডিএমকে দলের বিজয়ের মূল চাবিকাঠি ছিলেন প্রশান্ত কিশোর। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের সরকার প্রতিষ্ঠা তে প্রশান্ত কিশোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই দুটি নির্বাচনে তার চরম সাফল্য তাকে কংগ্রেসের হাইকমান্ডের কাছে আরও প্রাসঙ্গিক করে তুলল। তার পাশাপাশি কিছুদিন আগে এই প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি এখন থেকে আর ভোটকৌশলী থাকতে চান না বরং অন্য কিছু করতে চান। তারপরেই আবার কংগ্রেসের সঙ্গে তার বৈঠক। যদি ভোট কৌশলীর কাজ তিনি ছেড়ে দেন তাহলে হয়তো তিনি এবারে সরাসরি রাজনীতিতে যোগদান করতে চলেছেন আরো একবার। ফলে কোনো সম্ভাবনাই এখনো পর্যন্ত উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।