Nusrat-Madhumita: ‘নিজের সন্তানের ভবিষ্যত ক্ষতির মুখে ঠেলে দেবেন না’, নুসরত প্রসঙ্গে মুখ খুললেন মধুমিতা

টলিউড হোক কিংবা বলিউড এক অভিনেত্রী অন্য অভিনেত্রীর প্রশংসা করছেন, এমনটা খুবই কম দেখা যায়। সাধারণত বেশিরভাগ অভিনেত্রী একে অপরকে হিংসে করে। তবে সবাই এক নয়। যেমন টলিউডের নবাগতা অভিনেত্রী…

Avatar

By

টলিউড হোক কিংবা বলিউড এক অভিনেত্রী অন্য অভিনেত্রীর প্রশংসা করছেন, এমনটা খুবই কম দেখা যায়। সাধারণত বেশিরভাগ অভিনেত্রী একে অপরকে হিংসে করে। তবে সবাই এক নয়। যেমন টলিউডের নবাগতা অভিনেত্রী হলেন মধুমিতা। আগে ধারাবাহিক করলেও সিনে জগতে বয়স মাত্র ২। তিনটে সিনেমা করে বেশ জনপ্রিয় হয়েছেন। সম্প্রতি মধুমিতা এক সংবাদমাধ্যমে হাঁড়ি উপুড় করে প্রশংসা করলেন অভিনেত্রী নুসরত জাহানের।

Nusrat-Madhumita: 'নিজের সন্তানের ভবিষ্যত ক্ষতির মুখে ঠেলে দেবেন না', নুসরত প্রসঙ্গে মুখ খুললেন মধুমিতা

নুসরত ও মধুমিতা। একজন টলিউডে ১০ বছর সময় অতিক্রম করেছে অন্যজন সবে পা রেখেছে। দুজনের তেমন কোনো মিল বা থাকলেও একটি মিল রয়েছে। দুজনের মধ্যেই যশ দাশগুপ্ত সহ অভিনেতা। ছোট পর্দায় অরণ্য আর পাখির জুটি দর্শকদের মন জয় করেছিলেন, আবার এই যশ নুসরতের ওয়ান বেশ হিট হয়। আর এস ও এস কলকাতা শ্যুটিং এর সময়ে এরা প্রেমে পড়েন। এখন সমস্ত দর্শক ও অনুরাগীদের কাছে কৌতূহল এবং চর্চার বিষয় যশরত।

নুসরত মা হচ্ছেন। এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কটূক্তির শিকার হননি অভিনেত্রী। সবার একটাই প্রশ্ন বাবা কে? নুসরতের লিভ ইন পার্টনার নিখিল জৈন এই অনাগত বাচ্চার বাবা নন তা স্পষ্ট স্বীকার করেছেন। কেউ কেউ ভবিষ্যতবাণী করে বলেছেন যশ দাশগুপ্ত।নুসরতের আগত শিশুর বাবার পরিচয় জানার জন্য দর্শকদের কৌতূহলের শেষ নেই। এই বছরের শুরু থেকেই চর্চায় আছে নিখিল নুসরত যশ এর ত্রিকোণ প্রেমের সম্পর্ক।

একদিকে যখন সবাই কাদা ছুঁড়ছেন অন্তঃসত্ত্বা নুসরতের পদক্ষেপের দিকে, ঠিক তখনই এই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন মধুমিতা সরকার। তিনি জানান, ‘নিঃসন্দেহে নুসরত একজন সাহসী এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন। অন্তঃসত্ত্বাকালীন পিরিয়ড চলাকালীন তিনি আরো সুন্দর হয়েছেন, সিঙ্গেল মাদার হয়ে থাকার জন্য তার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দরকার নেই। এটা তার জীবন,তাই তিনি জাজ করার কেউ নই। তবে, ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে এখনও এতটা উদার হযনি যে এই বিষয়কে স্বাগত জানাবে, তবে তিনি যদি কখনো অন্তঃসত্ত্বা হন তাহলে আনন্দের সঙ্গে৷ সন্তানের পিতার নাম জানাবেন। তিনি নিজের সাহসী পদক্ষেপের জন্য নিজের সন্তানের ভবিষ্যত ক্ষতির মুখে ঠেলে দেবেন না।