নিউজপলিটিক্সরাজ্য

শোভনের আপত্তি, তবুও কী বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী?

Advertisement

দিল্লির সদর দফতরে বিজেপিতে যোগদান করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায়।যেদিন দিল্লিতে শোভনের বিজেপিতে যোগ দেওয়ার কথা, ঠিক সেই দিনেই তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক দেবশ্রী রায় সেখানে উপস্থিত হয়েছিলেন।শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি ছিলেন।সেই জেলার রায়দিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়।তৃণমূলে সেই সময় শোভনের সঙ্গে দেবশ্রীর যথেষ্ট ভালো সম্পর্ক ছিল।তার বিধানসভা কেন্দ্রের বিষয়ে সমস্ত কিছুই শোভন চট্টোপাধ্যায় নিজে দেখতেন।

দিল্লিতে শোভন বিজেপির দফতরে দেবশ্রীকে দেখেই আপত্তি করেন।ফলে সেদিন দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান করা সম্ভব হয়নি।শোনা যায়, বৈশাখীর আপত্তি ছিল এই বিষয়ে।তবে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় সেদিন বিজেপির দফতরে আলাদা ঘরে বসেছিলেন।শোভনের বক্তব্য ছিল, যদি দেবশ্রী বিজেপিতে যোগ দেন তাহলে তিনি যোগ দেবেন না।সেই ঘটনাকে কেন্দ্র করে নাটক শুরু হয়।পরে দেবশ্রী কলকাতায় ফিরে আসেন।তখন বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন, দেবশ্রী কার সঙ্গে কথা বলেছেন, জানা নেই।এবার তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় বুধবার রাতে সল্টলেকে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে আসেন।দিলীপের বাড়ির সামনে রাত্রিবেলায় দেবশ্রীর গাড়ি এসে দাঁড়ায়।তবে দিলীপ ঘোষ সেই সময় বাড়িতে ছিলেন না।

দেবশ্রীর আপ্তসহায়ক দিলীপ ঘোষের খোঁজ করেন।তিনি বাড়িতে না থাকায় দেবশ্রী ফিরে যান।তার বেশ কিছু সময় পরে রাতে দিলীপ ঘোষ বাড়িতে আসেন।তবে তিনি এব‍্যাপারে কোনো কথা বলেন নি।স্বাভাবিক ভাবেই বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের আসার জন্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।তবে কী দেবশ্রী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?

Related Articles

Back to top button