নিউজরাজ্য

সোমবার থেকে আরও বাড়বে মেট্রো পরিষেবা, জেনে নিন কখন থেকে পাবেন ট্রেন

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে মেট্রো আপ এবং ডাউন লাইনে পরিষেবা আরো বৃদ্ধি করতে চলেছে কলকাতা মেট্রো রেলওয়ে

Advertisement

আগামী সোমবার থেকে আরও বৃদ্ধি পেতে চলেছে মেট্রোরেলের সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এখন আপ এবং ডাউন মিলিয়ে সর্বমোট ২২০ ট্রেন চালাবে মেট্রো রেলওয়ে। এরমধ্যে আপ লাইনে চলবে ১১০ টি ট্রেন এবং ডাউন লাইনে চলবে একই সংখ্যক অর্থাৎ ১১০ টি ট্রেন। আগে এই সংখ্যাটা ছিল ২০৮। আগামী সোমবার থেকে ১২টি ট্রেন বাড়তে চলেছে কলকাতামেট্রো রেলওয়ে তে।

কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে সর্বমোট ১৫০ টি ট্রেন। বাকি ৭০টি ট্রেন চালানো হবে দমদম টু কবি সুভাষ এর মধ্যে। অন্যদিকে মেট্রো পরিষেবা সময় কিছুটা বদলাতে চলেছে বলে জানা যাচ্ছে। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ এর দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টার জায়গায় সাড়ে ৭ টায়। অন্যদিকে, একইভাবে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭ টায়। কিন্তু শেষ মেট্রো প্রান্তিক তিন স্টেশন থেকে ছাড়বে রাত ৮ টায়।

এখনো পর্যন্ত টোকেনের পরিষেবা চালু করেনি মেট্রো কর্তৃপক্ষ। রবিবার মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেলওয়ে। শনিবার শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রোতে উঠতে পারবেন। বাকি দিনে কিছু সাধারন মানুষ মেট্রোতে উঠতে পারেন। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচলের ক্ষেত্রে কোনো পরিবর্তন করছে না মেট্রো রেলওয়ে।

Related Articles

Back to top button