তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের জন্য দিল্লি সফর। আর সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের দিকে বর্তমানে তাকিয়ে রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক মহল। সম্প্রতি আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন। পেগাসাস এবং অন্য কিছু নিয়ে বাদল অধিবেশনে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। চার দিনের সফরে অনেক কিছু নিয়েই কথা বলবেন মমতা।
সোমবার বিকালে রাজধানীতে পা রেখেছেন তিনি। মঙ্গলবার বিকেলে মোদি এবং মমতার বৈঠক। ইতিমধ্যেই দুপুর থেকে লাগাতার বৈঠক শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হল বিকেল চারটে নাগাদ মোদি এবং মমতার বৈঠকটি। সেদিকে আপাতত নজর রয়েছে সকলের। এমনিতেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক একেবারে সাপে নেউলে। এই পরিস্থিতিতে দুজনের মুখোমুখি হওয়া রাজনৈতিক মহলের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এইবারের দিল্লী সফরে প্রধানত বিজেপি বিরোধী জোট তৈরি করা নিয়ে উঠে পড়ে লাগবেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যে কংগ্রেস নেতা কমলনাথ এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। এই দুটি বৈঠকের পরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক। সূত্রের খবর অনুযায়ী ঘন্টাখানেক কথা বলবেন তারা দুজনে। ঠিক তার পরেই কংগ্রেসের রাজ্যসভার আরো এক সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে ঠাসা কর্মসূচি তার।
তবে এখন রাজনৈতিক মহলের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মোদি এবং মমতার বৈঠকের আলোচ্য বিষয়বস্তু। কি কি প্রসঙ্গে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, তা নিয়ে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহলের ধারণা এই বৈঠকের অন্যতম ইস্যু হতে চলেছে পেগাসাস কান্ড। তাছাড়াও, যশ পরবর্তী দুর্যোগে কেন্দ্র-রাজ্য সংঘাত এবং করোনা ভাইরাসের টিকার বন্টন নিয়েও তাদের মধ্যে কথা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা নিয়েও তাদের দুজনের মধ্যে আলোচনা হতে পারে। বর্তমানে, বিজেপি বিরোধী মুখ হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মোদি এবং মমতার মধ্যে বৈঠক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের।