আপাতত সারাদেশে শুরু হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য টিকাকরণ। তবে এখনো পর্যন্ত শিশুদের জন্য কবে থেকে টিকাকরণ শুরু হবে সেই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। তবে এবারে শিশুদের জন্য ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। শিশুদের টিকাকরণ শুরু হতে আর খুব একটা বেশি দেরি নেই, আজ এমনটাই জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মন্সুখ মান্ডব্য। বিজেপি সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাস্থ্য মন্ত্রী জানান আগামী আগস্ট মাস থেকে শিশুদের টিকাকরন শুরু করার কর্মসূচি নিতে পারে কেন্দ্রীয় সরকার।
বিশেষজ্ঞদের মতে, যদি আগস্ট মাস থেকে শিশুদের টিকা করন শুরু হয়ে যায় তাহলে আগামী দিনে তাড়াতাড়ি স্কুল খোলা সম্ভব হবে। ইতিমধ্যেই বহুদিন ধরে স্কুল বন্ধ এবং শিশুদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা ব্যাঘাত ঘটেছে। এই কারণে এবারে কেন্দ্রীয় সরকারের উপরে বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করেছে শিশুদের স্কুল খোলা নিয়ে। এই কারণেই মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাড়াতাড়ি ভ্যাক্সিনেশন করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ঠিক কবে থেকে ভ্যাকসিন প্রদান করা হবে তা এখনও জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সম্পূর্ণ বিষয় নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বটে।
তবে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ তাড়াতাড়ি আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই নিয়ে বর্তমানে বেশ চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার। যদি প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মতো এই তৃতীয় ঢেউ মারাত্মক হয় তাহলে আবারো প্রশ্নের মুখে পড়বে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এই কারণেই শিশুদের টিকা করনে গতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে ঠিক কবে থেকে ভ্যাকসিন প্রদান করা হবে এবং কোন ভ্যাকসিন দেওয়া হবে, সেই ব্যাপারে কোন তথ্য সামনে আসেনি। তবে ইতিমধ্যে ইউরোপে ১২ বছরের উর্ধ্বে এর সমস্ত কিশোর-কিশোরীদের মডার্ণা কোম্পানির ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও মে মাসে আমেরিকাতে ফাইজার বায়োএন্টেকের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল বাইডেন সরকার। তাই মনে করা হচ্ছে ভারতের শিশুদের ভ্যাক্সিনেশন শুরু হওয়া খুব একটা বেশি দেরি নেই।
কিছুদিন আগে আবার এআইআইএমএস এর প্রধান দপ্তর রন্দীপ গুলেরিয়া জানিয়েছিলেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শিশুদের টিকাকরন শুরু হয়ে যাবে সারা ভারতে। তিনি জানিয়েছেন জাইডাস এর ভ্যাকসিনে ট্রায়াল’ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এর ফলাফল বেশ পজেটিভ। এছাড়াও, ভারত বায়োটেক এর কোভ্যাকসিন এর ট্রায়াল’ প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ফাইজার এর ভ্যাকসিন অনুমোদিত হয়ে গিয়েছে এফডিএ দ্বারা। তাই মনে করা হচ্ছে খুব শীঘ্রই ১২ বছরের উর্ধ্বে শিশুদের ভ্যাক্সিনেশন শুরু করে দেবে কেন্দ্রীয় সরকার।